X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ইরানকে প্রচ্ছন্ন হুমকি দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১৪:১০আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০২:২০

নিরাপত্তা পরিষদের সভায় ইরানের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৮ অক্টোবর) তেহরানকে সতর্ক করে তারা বলেছে, ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের বিরুদ্ধে কোনও আগ্রাসী পদক্ষেপ নিলে ইরানকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, ‘আত্মরক্ষায় পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসন দ্বিধা করবে না। এ ব্যাপারে কোনও সন্দেহ থাকা উচিত নয়। ইসরায়েল ও ইরানের মধ্যে প্রত্যক্ষ সংঘাতের এখনই অবসান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। মধ্যপ্রাচ্যে আর অস্থিতিশীলতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র।’

চলতি মাসের শুরুতে ইসরায়েলে প্রায় দুইশ’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এর জবাবে শনিবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা করে ইসরায়েল। এ প্রেক্ষাপটেই সভা ডেকেছিল নিরাপত্তা পরিষদ।

ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের ‘সহযোগী’ বলে তিরস্কার করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি। তিনি বলেছেন, ‘ইরান সবসময়ই কূটনৈতিক সমাধানকে স্বাগত জানায়। কিন্তু সার্বভৌম রাষ্ট্র হিসেবে যেকোনও হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন আবার বেশ আগ্রাসী দাবি জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের কাছে তিনি আহ্বান করেছেন, ইরানের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো পঙ্গু করে দেওয়ার মতো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হোক। ইরানে ইসরায়েলি হামলার মাত্রা যথাযথ ছিল দাবি করে তিনি বলেছেন, আত্মরক্ষার্থে কোনও পদক্ষেপ নিতে পিছপা হবে না তারা।

তিনি আরও বলেছেন, ইসরায়েল যুদ্ধ চায় না। তবে কোনও হুমকি এলে তার জন্য প্রতিপক্ষকে সুনির্দিষ্ট পরিণতি ভোগ করতে হবে। 

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ