X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

জাপানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল, নতুন সরকার গঠনে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১১:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:৪১

জাপানের পরবর্তী সরকার গঠনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সমালোচিত জোট সরকারের বিরুদ্ধে জনমত বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে। ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশকে নেতৃত্ব প্রদানের জন্য কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

দেশের অর্থনৈতিক লক্ষ্য ধরে রাখতে সরকার গঠন ও সম্ভাব্য নতুন নেতা নির্বাচনের জন্য কয়েক সপ্তাহ ধরে ক্ষণ গুনছিলেন বিশ্লেষকরা। কিন্তু বর্তমান অনিশ্চয়তায় ইয়েন মুদ্রার মান তিনমাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

ইতোমধ্যেই একাধিক মাথাব্যথার কারণ রয়েছে জাপানের। একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা লক্ষ্যমাত্রা চেয়ে পিছিয়ে আছে। অন্যদিকে রয়েছে নিরাপত্তা ইস্যুতে চীন ও উত্তর কোরিয়ার  সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি। আবার মাত্র এক সপ্তাহ পরেই জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সবমিলিয়ে একরকম অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির সামনে।

পার্লামেন্টের নিম্নকক্ষে আসন হারিয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও তার জোটসঙ্গী কোমেইতো। ২৭৯ আসন দখলে থাকা জোট গতকাল জিতেছে মাত্র ২১৯টি। কোমেইতোর প্রধান কেইচি ইশি ও মন্ত্রিপরিষদের দুই সদস্য তাদের আসন হারিয়েছেন।

এদিকে, ভোটে চমক দেখিয়েছে প্রধান বিরোধী পক্ষ কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান (সিডিপিজে)। আগের নির্বাচনে ৯৮ আসন পাওয়া দল এবার পেয়েছে ১৪৮টি।

সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে অন্তত ২৩৩টি আসন প্রয়োজন। কোনও দলই তা অর্জনে সমর্থ হয়নি।

জাপানে আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির কারণে এলডিপি জোট সরকার ব্যাপক সমালোচনার মুখে আছে। তার প্রভাবই দেখা যাচ্ছে জনগণের ভোটে।

সংবিধান অনুসারে, সরকার গঠনের জন্য সমঝোতায় আসতে দলগুলোর হাতে সময় আছে ৩০ দিন। ছোট দলগুলোও এবার যথেষ্ট আসন লাভ করেছে। ফলে আলোচনায় তারাও প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে। 

/এসকে/
সম্পর্কিত
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
চীন-মার্কিন শুল্কযুদ্ধে অ্যাপলের ‘আটকে যাওয়ার’ গল্প
বিএনপির সঙ্গে বৈঠকডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি ও বাসদের
সর্বশেষ খবর
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ