ইউক্রেনে একটি বহুতল আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দেশটির রাজধানী কিয়েভে সংঘটিত এই হামলায় ভবনের উপর তলাগুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে অন্তত এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সের্হেই পোপকো বলেছেন, রাজধানীর কেন্দ্রের ঠিক পশ্চিমের সোলোমিয়ানস্কি এলাকার সুউচ্চ ভবনে এই হামলা হয়েছে। হামলার পর শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় এক ঘণ্টা বিমানহামলার সতর্ক সংকেত জারি ছিল। এ সময় সক্রিয় ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট। এর দুঘণ্টা পর ড্রোন হামলার জন্য শহরে আবার সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোপকো লিখেছেন, ভবনের ১৭ থেকে ২১ তলা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ২০ তলায় আগুন ছড়িয়ে পড়েছিল।
মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, হামলায় এক টিন এইজ মেয়ের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে কর্তৃপক্ষ।
জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
পোপকো আরও বলেছেন, বিধ্বস্ত ড্রোনের ভাঙা কিছু টুকরো শেভচেনকিভস্কি এলাকার একটি উন্মুক্ত স্থানে পড়েছিল। অবশ্য এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।