X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

লেবাননে শান্তিরক্ষী বাহিনীকে সমর্থন নিরাপত্তা পরিষদের  

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১১:০৬আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:১১

ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষের ফলে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একাধিক ঘাঁটি হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও সীমানার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে সোমবার (১৪ অক্টোবর) একটি বিবৃতি প্রকাশ করেছে ১৫ সদস্যের এই পরিষদ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও তাদের সীমানা কোনও হামলার শিকার হওয়া উচিত নয়।’

নিরাপত্তা পরিষদ তাদের সনদের ১৭০১ নং অনুচ্ছেদ পূর্ণরূপে প্রয়োগের ওপরও জোর প্রদান করেছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ২০০৬ সালে ধারাটি গ্রহণ করা হয়েছিল। এই লক্ষ্য অর্জনে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। তবে কী হতে পারে সেই পদক্ষেপ, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা হয়নি।

জাতিসংঘ বলেছে, ১ অক্টোবর লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ২০ বার হামলার শিকার হয়েছে শান্তিরক্ষী বাহিনী। এরমধ্যে রবিবার বাহিনীর এক ঘাঁটির প্রবেশদ্বার ভেঙে অনুপ্রবেশ করে ইসরায়েলি সাঁজোয়া যান (ট্যাংক)।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেছেন, ‘এসব ঘটনায় বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। এমনকি একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস এখনও নির্ণয় করতে পারেনি শান্তিরক্ষীরা।’

নিজেদের নিরাপত্তার জন্যই শান্তিরক্ষী বাহিনীকে ‘ব্লু লাইন’ থেকে ৫ কিলোমিটার সরে যেতে গত দুসপ্তাহ ধরে সতর্ক করে আসছে ইসরায়েল। ব্লু লাইন হচ্ছে জাতিসংঘ নির্ধারিত একটি সীমানা, যা লেবানন থেকে ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকাকে পৃথক করেছে।

এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেওয়ার সময় হয়েছে।’

শান্তিরক্ষী বাহিনীর প্রধান জ্যঁ পিয়েরে ল্যাকরোইক্স সোমবার বলেছেন, তারা পিছু হটবেন না। নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের ল্যাকরোইক্স বলেছেন, মঙ্গলবার জাতিসংঘের ইসরায়েলি দূত ড্যানি ড্যাননের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। 

/এসকে/
সম্পর্কিত
স্কুল শেষে শিশুদের ক্যাম্পে গাড়ি ঢুকে নিহত ৪
নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা
সর্বশেষ খবর
স্কুল শেষে শিশুদের ক্যাম্পে গাড়ি ঢুকে নিহত ৪
স্কুল শেষে শিশুদের ক্যাম্পে গাড়ি ঢুকে নিহত ৪
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু
আজ আর্সেনাল-পিএসজি দ্বৈরথ
চ্যাম্পিয়ন্স লিগ, সেমিফাইনালআজ আর্সেনাল-পিএসজি দ্বৈরথ
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়