পাকিস্তানে অস্ত্রধারীদের হামলায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের একটি বেসরকারি কয়লা খনিতে শুক্রবার (১১ অক্টোবর) এই হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেছেন, ‘দুকি এলাকার জুনাইদ কয়লা কোম্পানিতে ভোরবেলা একদল সশস্ত্র লোক আক্রমণ করে। তারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।’
তিনি আরও বলেছেন, খনিতে তারা রকেট ও গ্রেনেড দিয়েও হামলা চালিয়েছে।
দুকির একজন চিকিৎসক জোহার খান শাদিজাই বলেছেন, ‘জেলা হাসপাতালে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ নেওয়া হয়েছে। এছাড়া ছয়জন আহত অবস্থায় এসেছেন।’
হামলার শিকার অধিকাংশ ব্যক্তি বালুচিস্তানের পশতুন ভাষাভাষী অঞ্চলের বাসিন্দা। নিহতদের মধ্যে তিনজন ও আহতদের মধ্যে চারজন আফগান নাগরিক।
এই হামলার দায় স্বীকার করে কোনও গোষ্ঠী এখনও বিবৃতি দেয়নি।