X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ফিনিক্সের মতো ফিরে আসবে হামাস, দাবি নির্বাসিত নেতার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৩:১১

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ধ্বংসস্তূপের মধ্য থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হবে। কেননা ইসরায়েলের সঙ্গে গত একবছর ধরে যুদ্ধে লিপ্ত থেকে বহু ক্ষয়ক্ষতি সামলেও দলটি সদস্য নিয়োগ ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল।

৬৮ বছর বয়সী মেশাল সাক্ষাৎকারে বলেছেন, ‘ফিলিস্তিনের ইতিহাস চক্রাকার। সংগ্রামের কোনও এক পর্যায়ে আমাদের অনেকে শহিদ হয়। আমাদের সামরিক সক্ষমতা হ্রাস পায়। কিন্তু স্রষ্টার অনুগ্রহে ফিলিস্তিনি চেতনা আবার শক্তিশালী হয়ে ফিরে আসে। অনেকটা পুরাণের ফিনিক্স পাখির মতো।’

পৌরাণিক গাঁথার এক জাদুকরী পাখি হচ্ছে ফিনিক্স। জীবনের সায়াহ্নে এসে এই পাখির সারা দেহে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে আবার জন্ম নেয় নতুন ফিনিক্স।

১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসকে নেতৃত্ব দিয়েছেন মেশাল। ১৯৯৭ সালে বিষ ভর্তি ইঞ্জেকশন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। প্রায় তিন দশকের বেশি হামাসকে নেতৃত্ব দেওয়া মেশাল গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি বর্তমানে হামাসের কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্বে বিবেচিত।

সাক্ষাৎকারে মেশাল আরও বলেছেন, ‘আমাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। কিন্তু হামাস এখনও তরুণদের দলে নিয়োগ দিচ্ছে। তাছাড়া গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উৎপাদন করা হয়েছে।’ অবশ্য তিনি এই বক্তব্যের প্রেক্ষাপটে বিস্তারিত তথ্য দেননি।

মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে, তার বক্তব্যের অর্থ হতে পারে যে, যত ক্ষয়ক্ষতিই হোক, হামাস যুদ্ধ চালিয়ে যাবে।

সংঘাত প্রতিরোধ ও সমাধান নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রোগ্রাম ডাইরেক্টর, জুস্ট আর হিল্টারমান বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলব, হামাস এখনও বিলীন হয়ে যায়নি এবং কোনও একদিন তারা গাজার ক্ষমতা দখল করতে পারে।’

তিনি আরও বলেছেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও ইসরায়েলি পরিকল্পনার কথা জানা যাচ্ছে না। ফলে তখন যদি শাসন ক্ষমতায় শূন্যতা তৈরি হয়, তবে হামাস নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে মেশালের সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
গাজায় ত্রাণ বন্ধের অভিযোগবিশ্ব আদালতের শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া
সর্বশেষ খবর
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
পেশির ক্ষতি না করেই ওজন কমাবে ৪ সপ্তাহের এই কোরিয়ান ডায়েট
পেশির ক্ষতি না করেই ওজন কমাবে ৪ সপ্তাহের এই কোরিয়ান ডায়েট
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
মানবিক করিডরের আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে: চরমোনাই পীর
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা করবে রাজউক
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ