X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

হিজবুল্লাহর আক্রমণ বন্ধ করাই ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে দেশের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণ থামানো দরকার বলে ঘোষণা করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ ঘোষণার মাধ্যমে এটিকে তাদের যুদ্ধের আনুষ্ঠানিক লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে বৃহত্তর পরিসরে সামরিক অভিযানের পরিকল্পনা পরিহার করার প্রচেষ্টাও রয়েছে তাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গভীররাতে মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের বিষয়ে এই ঘোষণা দিয়েছে ইসরায়েল। ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধের উদ্দেশ্য পরিমার্জন করেছে মন্ত্রিসভা। নাগরিকদের ঘরে ফিরিয়ে নেওয়া তাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যপূরণে কাজ করে যাবে ইসরায়েল।

গাজা যুদ্ধ শুরুর কিছুদিন পর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এর জবাবে চালানো ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর নেতৃস্থানীয় একাধিক সদস্য নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা একাধিকবার বৃহৎ পরিসরে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত গত মাসে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা চূড়ান্তে পৌঁছায়।

দুপক্ষের এই ইট পাটকেল ছোঁড়াছুঁড়ির ভুক্তভোগী হয়েছে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষ। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে তারা হামলা থামাবে। তবে তাদের এসব দাবি পাত্তা দেওয়া হয়নি।

ইসরায়েলকে নিয়মিত সামরিক সহায়তা দেওয়া মার্কিন প্রশাসন দু’পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

উত্তেজনা প্রশমন চেষ্টায় একাধিকবার ইসরায়েল ও লেবানন সফর করেছেন মার্কিন কূটনীতিবিদ অ্যামোস হোচস্টেইন। এই প্রচেষ্টার অংশ হিসেবেই সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

ব্যক্তিগত এই সাক্ষাতের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত তীব্র হলে নেতানিয়াহু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবেন বলে সতর্ক করেছেন হোচস্টেইন। কারণ তখন ইসরায়েলিদের ফিরিয়ে আনা সম্ভবপর হবে না বলেই মার্কিন কূটনীতিকের ধারণা।

ওই কর্মকর্তা আরও বলেছেন, লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ব্যাপারেও নেতানিয়াহুকে সতর্ক করেছেন হোচস্টেইন। এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন, গাজা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে বাইডেন প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তরাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া নাগরিকরা ঘরে ফিরতে পারবেন না বলে দাবি করেছেন নেতানিয়াহু।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সমর্থনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে মনোযোগ সরিয়ে নিচ্ছেন তারা। চলতি সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলাপকালে গ্যালান্ট জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সমঝোতার সময় শেষ হয়ে আসছে।

এ বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, বড় পরিসরের যুদ্ধ তারা চায় না। তবে সবসময় প্রস্তুত আছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর পার্লামেন্টারি সদস্য রায়েদ বেররো সোমবার বলেছেন যে, নেতানিয়াহু যুদ্ধের পরিধি বাড়াতে চাইলে তারা তৈরি আছেন। শত্রুকে প্রতিরোধ ও লেবাননকে রক্ষা করতে তাদেরও যথেষ্ট তুরুপের তাস মজুদ আছে।

 

/এসকে/
সম্পর্কিত
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান চান নেতানিয়াহু
সর্বশেষ খবর
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
জামিন পেলেন মডেল মেঘনা
জামিন পেলেন মডেল মেঘনা
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর গঠন
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
২৬টি রাফালে এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্স-ভারত চুক্তি
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’