ব্রিটেনের লেস্টার হাসপাতাল ট্রাস্ট ও লেস্টার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় মহিলাদের জন্য গর্ভাবস্থার সকল তথ্য সংবলিত অ্যাপ তৈরি করা হয়েছে। ‘জনম’ নামের অ্যাপটি বৃহস্পতিবার (১২ অক্টোবর) চালু করা হয়। বিনামূল্যে ডাউনলোডযোগ্য এই অ্যাপ বাংলাসহ ছয়টি ভাষায় গর্ভাবস্থা সম্পর্কিত সকল তথ্য সরবরাহ করতে সক্ষম।
অ্যাপটিতে বিভিন্ন অডিও ও ভিজ্যুয়াল ফিচার রয়েছে, যা ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলেও ছবি ও ভিডিওর সহায়তায় অসুস্থতা এবং চিকিৎসা প্রক্রিয়া ব্যাখ্যা করতে সক্ষম হবে বলে জানিয়েছেন অ্যাপটির নির্মাতারা। তাদের উদ্দেশ্য, এর মাধ্যমে রোগীদের গর্ভাবস্থা, প্রসবকালীন এবং প্রসবোত্তর যত্নের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
বাংলাদেশে জন্ম নেওয়া চার সন্তানের জননী নূরজাহান ইসলাম চৌধুরী অ্যাপটির প্রশংসা করেছেন। তার মতে, বিশেষ করে দক্ষিণ এশীয় নারীদের মধ্যে যারা ইংরেজিতে পারদর্শী নয় তাদের জন্য এটি খুবই দরকারি। ৩৫ বছর বয়সী এই নারী অ্যাপটি বাংলায় ব্যবহারের অভিজ্ঞতাকে খুব সাচ্ছন্দ্যের বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
নূরজাহান বলেছেন, এই অ্যাপ চালু করার সঙ্গে সঙ্গে তিনি তার অনেক প্রশ্ন ও উদ্বেগের সমাধান খুঁজে পেয়েছেন। এখন, তিনি সহজেই তার নিজের মাতৃভাষায় প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।
অ্যাপটির সহ নির্মাতা অধ্যাপক এনজি দোশানি বলেছেন, এটি ব্রিটেনে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় মায়েদের সুস্থতা এবং তাদের শিশুদের জন্য খুব উপযোগী।
‘জনম’ অ্যাপ মহিলাদের গর্ভাবস্থা, প্রসবকালীন এবং প্রসবোত্তর সময়জুড়ে সকল দরকারী তথ্য দিয়ে মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে রোগীদের সুবিধা দেয়।
বাংলা ছাড়াও ইংরেজি, গুজরাটি, পাঞ্জাবি, উর্দু এবং হিন্দিতে সকল ফিচার অনুবাদ করে অ্যাপটি।