X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

মাতাল হয়ে গাড়ি চালিয়ে গ্রেফতার নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী, ছাড়লেন পদ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১২:৫০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৫৮

মাতাল হয়ে গাড়ি চলানোর সময় দুর্ঘটনায় পড়েছিলেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। বিষয়টি প্রমাণ হলে মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ৩৯ বছর বয়সী অ্যালান। এই পদত্যাগের মধ্য দিয়ে কিরি অ্যালান হলেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চতুর্থ মন্ত্রী যিনি অক্টোবরে নির্বাচনের আগে দায়িত্ব ছাড়লেন। গত চার মাসে নিউজিল্যান্ডে চার মন্ত্রী পদত্যাগ করেছেন।

স্থানীয় সময় রোববার রাতে ওয়েলিংটনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রেফতারের পর মন্ত্রীকে মুক্তি দেওয়ার আগে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

অ্যালান সম্পর্কে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, তিনি চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আপাতত সংসদ সদস্য হিসেবে থাকবেন।

তিনি বলেন, অ্যালান বুঝতে পেরেছিলেন মন্ত্রীত্ব ধরের রাখার মতো অবস্থা নেই তার। বিশেষ করে একজন বিচারমন্ত্রীর জন্য ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়া কঠিন বিষয়।

অ্যালান আঞ্চলিক উন্নয়ন, সংরক্ষণ এবং জরুরি ব্যবস্থাপনার মন্ত্রীও ছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে সম্প্রতি ছুটি নিয়েছিলেন।  সোমবার কাজে ফিরেছিলেন তিনি।

অ্যালানকে একসময় লেবার পার্টির অন্যতম নেতা হিসেবে দেখা হতো। এমনকি তাকে সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের উত্তরসূরিও ভাবা হতো।

পরিবহন ও অভিবাসন মন্ত্রী মাইকেল উড জুনে স্টক মালিকানা নিয়ে এক দ্বন্দ্বে পদত্যাগ করেছিলেন। এক মাস আগে শুল্ক মন্ত্রী মেকা হোয়াইতিরি অন্য দলে যোগ দেওয়ার জন্য পক্ষ পরিবর্তন করেছিলেন। এ ছাড়া দলের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে গত মার্চে পুলিশ মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশকে বরখাস্ত করা হয়েছিল।  

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
যুদ্ধ জেলেনস্কিকে বদলে দিয়েছিল, আবার তার পাল্টানোর সময় হয়েছে?
চীনা পণ্যে মার্কিন শুল্ক বেড়ে ১৪৫ শতাংশ
উইটকফ বনাম আরাঘচি: ইরান-মার্কিন আলোচনায় মুখোমুখি দুই কূটনীতিক 
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা