X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

‘জেনেশুনেই করোনার বিপদকে ছোট করে দেখিয়েছিলেন ট্রাম্প’

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগে থেকেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন যে, এই ভাইরাস সাধারণ ফ্লু বা সর্দি-কাশির চেয়ে অনেক বেশি মারাত্মক। কিন্তু জেনেশুনেই করোনার বিপদকে ছোট করে দেখিয়েছেন তিনি। এমনকি করোনাকে তিনি সাধারণ সর্দি-কাশির চেয়েও দুর্বল হিসেবে আখ্যায়িত করেছিলেন। এমন তথ্য উঠে এসেছে খ্যাতনামা সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা নতুন এক বইতে। ‘জেনেশুনেই করোনার বিপদকে ছোট করে দেখিয়েছিলেন ট্রাম্প’

ইতোপূর্বে বহুল আলোচিত ওয়াটারগেট কেলেঙ্কারির কথাও মিডিয়ার সামনে এনেছিলেন বব উডওয়ার্ড। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত ১৮ দফায় ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন।

নিজের বইতে বব উডওয়ার্ড লিখেছেন, যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম প্রাণহানির আগেই ট্রাম্প তাকে বলেছিলেন, ভাইরাসটি যথেষ্ট মারাত্মক।

বিষয়টি সামনে আসার পর ট্রাম্প এখন দাবি করছেন, তিনি চেয়েছিলেন করোনার প্রাদুর্ভাব নিয়ে লোকজনের মধ্যে যেন আতঙ্ক তৈরি না হয়।

বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বব উডওয়ার্ড-এর নেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের অংশবিশেষ প্রচারিত হয়েছে। এসব সাক্ষাৎকারে করোনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কিছু আলাপচারিতা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত আরও কিছু সাক্ষাৎকার প্রকাশের কথা রয়েছে।

বইতে বব উডওয়ার্ড লিখেছেন, ট্রাম্প এটা ইঙ্গিত করেছেন যে, করোনা নিয়ে তিনি প্রকাশ্যে যা বলেছিলেন বাস্তবে এর তীব্রতা সম্পর্কে তিনি তার চেয়ে আরও অনেক বেশি জানতেন।

৭ ফেব্রুয়ারির বব উউওয়ার্ডের সঙ্গে এক কল রেকর্ডে ট্রাম্পকে বলতে শোনা যায়, করোনাভাইরাস সাধারণ ফ্লুর চেয়ে মারাত্মক। এটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, এটি ছোঁয়াচে রোগের চেয়েও কঠিন। আপনাকে কিছু স্পর্শ করতে হবে না। শুধু বাতাসে শ্বাস নেওয়ার মাধ্যমেই এটি আপনার শরীরে প্রবেশ করতে পারে। এটি খুবই সূক্ষ। এটি মারাত্মক ফ্লু-র চেয়েও ভয়াবহ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫। মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।

/এমপি/
সম্পর্কিত
‘বার্থ টুরিজম’ বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
কিছু মার্কিন পণ্যে শুল্ক ছাড় চীনের, আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
পুতিনের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্পের দূত উইটকফ
সর্বশেষ খবর
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ