বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। শহরটিতে করোনা সংক্রমণের উচ্চ হারের কারণে শুক্রবার এ সতর্কতা জারি করা হয়। এই ব্রাসেলস শহরেই ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর অবস্থিত।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশটির নাগরিকদের করোনার উচ্চ সংক্রমণ রয়েছে এমন স্থানে অপ্রয়োজনীয় সফর এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাভেল অ্যাডভাইস ওয়েবসাইটে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং দেশটির অ্যান্টওয়ার্প প্রদেশে অপরিহার্য নয়; এমন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারির কথা বলা হয়েছে।
এসব স্থানে ভ্রমণকারীদের দেশে ফেরার সময় বাধ্যতামূলকভাবে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে। কেউ পরীক্ষায় অস্বীকৃতি জানালে তাকে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে। সূত্র: রয়টার্স।