X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

এবার ড. ফাউচিকে একহাত নিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ১১:১৮আপডেট : ১৪ মে ২০২০, ১১:৩০

এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস লকডাউন শিগগিরই শিথিলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানীর দেওয়া সতর্ক বার্তাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। স্কুল খুলে দেওয়া নিয়ে ফাউচির সতর্কতা ঘিরে বিশেষ অসন্তোষের কথা জানান তিনি। বুধবার হোয়াইট হোউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ফাউচি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ'-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার সিনেটে আইনপ্রণেতাদের এক শুনানি অংশ নেন হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের অন্যতম এই সদস্য। ওই শুনানিতে তিনি বলেন, বিদ্যমান মহামারির মধ্যেই অর্থনীতি সচল করে দেওয়া হলে যুক্তরাষ্ট্রকে ‘গুরুতর পরিণতি'ভোগ করতে হতে পারে। টিকা আবিষ্কারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্কুল খুলে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।

ফাউচির হুঁশিয়ারির বিষয়ে জানতে চাওয়া হলে বুধবার ট্রাম্প বলেন, ‘দেখুন তিনি সমীকরণের সব দিক নিয়েই খেলতে চাইছেন। ট্রাম্প বলেন, ‘তার উত্তরে আমি সত্যিই বিস্মিত হয়েছি, কারণ আপনারা জানেন, এটা আমার কাছে অগ্রহণযোগ্য উত্তর, বিশেষ করে যখন এটা স্কুলের প্রশ্ন।’ ট্রাম্প বলেন, ‘কেবলমাত্র একটি বিষয় গ্রহণযোগ্য হতে পারে তা হলো বয়স্ক শিক্ষকদের কাজ যোগ দেওয়ার আগে কয়েক সপ্তাহ বেশি সময় দেওয়া। কারণ এই রোগটি বয়স্কদের ওপর এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।’

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অর্থনীতি সচল করে দিতে আগ্রহী হয়ে উঠেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে আসা গভর্নরদের স্বাগত জানানোর পাশাপাশি যারা বিরোধিতা করেছেন তাদের সমালোচনা করেছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের ওপর আরোপিত শুল্ক শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না, ওয়াশিংটনকে ঢাকার বার্তা
ইয়েমেনের জ্বালানি বন্দরে মার্কিন হামলা, নিহত ৩৮
সর্বশেষ খবর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবি
সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি, উদ্বেগ জানালো ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স
সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি, উদ্বেগ জানালো ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স
স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের ‘মিট অ্যান্ড গ্রিট’
স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের ‘মিট অ্যান্ড গ্রিট’
হাঙ্গেরি ও ভারতের দাবাড়ুর সঙ্গে তাহসিনের ড্র
হাঙ্গেরি ও ভারতের দাবাড়ুর সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ