X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মালিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার আইএস-এর

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ০৮:৫৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১১:০০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় অর্ধশত সেনাসদস্য নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবারের (১ নভেম্বর) ওই হামলায় মালির ৪৯ সেনাসদস্য নিহত হয়। পরে আহত অবস্থায় মারা যান আরও এক ফরাসি সেনা। শনিবার এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। মালিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার আইএস-এর
জঙ্গিদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে দেওয়া পোস্টে আইএস দাবি করে, তাদের কথিত খিলাফতের সেনারা মালির সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে মালির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগারে জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অর্ধশত সেনাসদস্য নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার শেষ রাতের ওই জঙ্গি হামলার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মানেকা অঞ্চলে ওই ল্যান্ডমাইন (মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক) হামলার তদন্ত চলছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ঘাঁটিতে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়। ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদা সমর্থিত গোষ্ঠী। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে আল কায়েদাকে উৎখাতের ঘোষণা দিলেও অঞ্চলটিতে এখনও তাদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তবে এরমধ্যেই সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিলো জঙ্গিগোষ্ঠী আইএস। যদিও এখনও পর্যন্ত তাদের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

/এমপি/
সম্পর্কিত
দুই বছরের গৃহযুদ্ধে সুদানে ‘বিশ্বের বৃহত্তম মানবিক সংকট’
চিকিৎসা নিতে হাঁটতে হলো ৩ ঘণ্টা, মারা গেলেন ৮ কলেরা রোগী
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ