যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি বাসায় হ্যালোইন নাইট পার্টিতে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। পুলিশের বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে অরিন্ডা শহরে ওই বন্দুক হামলা হয়।
পুলিশ প্রধান ডেভিড কুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশের কাছে কল করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চারজনকে উদ্ধার করে। পুলিশ এই সহিংসতার কারণ জানার জন্য তদন্ত করছে।
হতাহতদের সম্পর্কে তাৎক্ষণিক কোনও তথ্য জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হ্যালোইন পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে স্থানীয় কলেজের শিক্ষার্থীরাও ছিল।
টেলিভিশনে ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, অনেক আহতকে অ্যাম্বুলেন্সে তুলতে এবং অনেককে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। ক্রিস গেড নামের এক স্থানীয় বাসিন্দার জানিয়েছেন, পার্টিতে ১০০ জনের মতো মানুষ ছিল। তিনি জানান, একাধিক গুলির শব্দ শুনেছেন এবং মানুষকে চিৎকার করতে করতে পালাতে দেখেছেন।
এর দুইদিন আগে লংবিচ শহরে আরেক বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি হয়। সেটিও একটি হ্যালোইন পার্টি ছিল বলে খবরে প্রকাশ।