X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আস্থা ভোটে জিতলেন গ্রিসের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ১১:৫৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১২:০৪

আস্থা ভোটে জিতলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। বুধবার ৩০০ আসনের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে ১৫১ জন এমপি’র সমর্থন নিশ্চিত করতে সক্ষম হন তিনি। এর ফলে আগাম নির্বাচন এড়াতে সক্ষম হয়েছেন তিনি। একইসঙ্গে প্রতিবেশী দেশ মেসিডোনিয়া’র নতুন নামকরণ নিয়ে উদ্ভূত রাজনৈতিক বিতর্কে নিজের অবস্থান সংহত করলেন তিনি।

আস্থা ভোটে জিতলেন গ্রিসের প্রধানমন্ত্রী বুধবারের ভোটাভুটিতে অংশ নেন ২৯৯ জন এমপি। নিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বামপন্থী দলের ১৪৫ এমপি’র বাইরে অন্য ছয় এমপি’র সমর্থন লাভে সক্ষম হন অ্যালেক্সিস সিপ্রাস। এর ফলে সামান্য ব্যবধানে আস্থা ভোটে উতরে যান তিনি।

প্রতিবেশী দেশ মেসিডোনিয়ার নাম পরিবর্তন সংক্রান্ত চুক্তি নিয়ে বিতর্কের জেরে ক্ষমতাসীন জোটসঙ্গী পদত্যাগ করলে পার্লামেন্টে এ আস্থা ভোটের মুখে পড়েন অ্যালেক্সিস সিপ্রাস।

নাম পরিবর্তনের এই পদক্ষেপের ফলে ইউরোপের আরেক দেশ গ্রিসের সঙ্গে মেসিডোনিয়ার ২৭ বছর ধরে টানাপড়েন চলছে। সাবেক যুগোস্লাভিয়া ভেঙ্গে যখন মেসিডোনিয়া আলাদা রাষ্ট্র হয়, তখন থেকেই নাম নিয়ে তাদের সঙ্গে গ্রিসের তীব্র বিরোধ চলছে। সম্প্রতি মেসিডোনিয়ার নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী উত্তর মেসিডোনিয়া করায় অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি রাজ্যের নাম মেসিডোনিয়া হওয়ায় দেশ হিসেবে মেসিডোনিয়ার নাম নিয়ে আপত্তি ছিল তাদের। বিরোধ মীমাংসায় দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, উত্তর মেসিডোনিয়ার সঙ্গে প্রাচীন গ্রিক সভ্যতার কোনও সম্পর্ক নেই। তবে তা মানতে নারাজ গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাসের জোটসঙ্গী ইন্ডিপেন্ডেন্ট গ্রিক পার্টি।

রবিবার সিপ্রাস বলেছেন, যদি ক্ষমতাসীন জোট থেকে ডানপন্থী ইন্ডিপেন্ডেন্ট গ্রিক পার্টির প্রধান প্যানোস ক্যামেনোস সমর্থন প্রত্যাহার করে নেন তাহলে মেসিডোনিয়া চুক্তি পার্লামেন্টে উপস্থাপনের আগে তিনি আস্থা ভোটের ডাক দেবেন। সে অনুযায়ী, বুধবার আস্থা ভোট অনুষ্ঠিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনে শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে: মার্কিন দূত 
ফ্রান্সে একাধিক কারাগারে হামলা, যানবাহনে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ 
দুই বছরের গৃহযুদ্ধে সুদানে ‘বিশ্বের বৃহত্তম মানবিক সংকট’
সর্বশেষ খবর
জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধারে গিয়ে দুর্বৃত্তের হামলায় চার পুলিশ সদস্য আহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধারে গিয়ে দুর্বৃত্তের হামলায় চার পুলিশ সদস্য আহত
অবশেষে ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
অবশেষে ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
অনলাইন জুয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট
অনলাইন জুয়ার বিস্তার রোধে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৈয়দ মো. জিয়াউল হকের
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৈয়দ মো. জিয়াউল হকের
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল