X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

নাইজেরিয়ায় ডেইলি ট্রাস্ট কার্যালয়ে তল্লাশি অভিযান, দুই সাংবাদিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৯
image

নাইজেরিয়ার সংবাদপত্র ডেইলি ট্রাস্ট-এর কার্যালয়ে অভিযান চালিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পর রবিবার (৬ জানুয়ারি) এ অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় পত্রিকাটির দুই সংবাদকর্মীকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য
গত ৩১ ডিসেম্বর নাইজেরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ডেইলি ট্রাস্ট। প্রতিবেদনে বলা হয়, বাগাসহ উত্তরাঞ্চলীয় বোর্নো রাজ্যের ছয়টি এলাকা বোকো হারাম সদস্যদের দখলে রয়েছে। খবরটি নাইজেরীয় সেনাবাহিনীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়। কারণ, নাইজেরিয়ার সেনাবাহিনী দাবি করে আসছে, বোর্নো রাজ্যের কোনও এলাকার নিয়ন্ত্রণই বোকো হারামের নিয়ন্ত্রণে নেই। ডেইলি ট্রাস্টের প্রতিবেদনটি প্রকাশের পর ‘অযথার্থ সংবাদ প্রকাশকারী’ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে একটি বিবৃতি দেয় নাইজেরীয় সেনাবাহিনী। রবিবার (৬ জানুয়ারি) ডেইলি ট্রাস্টের বিভিন্ন কার্যালয়ে অভিযান চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার গোয়েন্দা পুলিশ, সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে মাইদুগিরিতে ডেইলি ট্রাস্টের কার্যালয়ে অভিযান চালিয়েছে। অভিযানের সময় সংবাদপত্রটির আঞ্চলিক সম্পাদক উথমান আবুবকর ও রিপোর্টার ইব্রাহিম সওয়াবকে আটক করা হয়। ডেইলি ট্রাস্টের সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সংবাদপত্রটির কার্যালয়ও সিলগালা করে দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু টুইটারে এ অভিযানের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেইলি ট্রাস্টের কার্যালয় ফাঁকা করার জন্য সেনাবাহিনীকে কেন্দ্রীয় সরকারই নির্দেশ দিয়েছে।

ডেইলি ট্রাস্ট সংশ্লিষ্ট এক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গত সপ্তাহে বোকো হারামের নিয়ন্ত্রণে যাওয়া বাগা এলাকা পুনদর্খলে সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে আজ প্রতিবেদন প্রকাশ করায় এ অভিযান চালানো হয়েছে।’ অপর এক সূত্র এএফপি’র কাছে দাবি করে, ‘আমাদের রিপোর্টার হামজা ইদ্রিস প্রতিবেদনটি করেছিলেন, তারা তাকে খুঁজতে এসেছিল। তাকে না পেয়ে অপর দুই সাংবাদিককে গ্রেফতার করেছে।’

প্রেসিডেন্টের মুখপাত্রের বিবৃতির পর নাইজেরিয়ার সেনাবাহিনীও একটি বিবৃতি দেয়। সেখানে দাবি করা হয়, ডেইলি ট্রাস্ট সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁস করেছে এবং এতে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে। জাতীয় নিরাপত্তার গুরুত্ব উপলব্ধি করাতেই সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। 

/এফইউ/
সম্পর্কিত
দুই বছরের গৃহযুদ্ধে সুদানে ‘বিশ্বের বৃহত্তম মানবিক সংকট’
চিকিৎসা নিতে হাঁটতে হলো ৩ ঘণ্টা, মারা গেলেন ৮ কলেরা রোগী
দক্ষিণ সুদানের সব ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু