X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:২১

বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’। এটি প্রতিভা খোঁজার এক অনন্য উদ্যোগ, যা দীপ্ত টিভিতে সম্প্রচার হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়।

দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারছেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়েলিটি শো।

দীপ্ত স্টার হান্টের টপ টেনের ১০ জন প্রতিযোগী তাদের দ্বৈত পারফরম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করেছেন। এবারও প্রতিযোগীরা নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। কঠিন কঠিন পারফরম্যান্সের বাধা পেরিয়ে প্রতিযোগীরা ফাইনাল রাউন্ডে (চূড়ান্ত পর্ব) যাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। 

২৬ এপ্রিলের পর্বে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন আট প্রতিযোগী। তারা হলেন, শফিউল রাজ, হাফিজ রহমান, সাকিব হোসেন, শিমুল বিশ্বাস, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন। 

তারকা জুরি প্যানেল

তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা, দেশের অভিনয় জগতের শীর্ষস্থানীয় এই তিন ব্যক্তিত্বের সঙ্গে অতিথি জুরি হিসেবে ট্যালেন্টেড টুয়েলভের দুই এপিসোডে উপস্থিত ছিলেন অভিনেতা গাজী রাকায়েত ও অভিনেতা সালাউদ্দিন লাভলু।

সেরাদের সুযোগ

‘দীপ্ত স্টার হান্ট’ শুধু একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিত অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

বলা প্রয়োজন, দীপ্ত স্টার হান্ট সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং এর নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন।

উল্লেখ্য, এটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য