X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রজতজয়ন্তীতে একুশে টেলিভিশন

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১০:০১আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১২:৩৮

২৫ বছর আগে ঠিক এই দিনে পহেলা বৈশাখের উৎসবে নতুন মাত্রা যোগ করে, সম্প্রচারে আসে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশন। এই বৈশাখে চ্যানেলটি ছুঁয়েছে রজতজয়ন্তীর মাইলফলক। দিনটিকে লক্ষ্য করে বিশেষ আয়োজন করেছে একুশে কর্তৃপক্ষ।

রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম একথা জানান।

তিনি বলেন, তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও ১৪ এপ্রিল প্রেট্রোবাংলা চত্বরে মেলা, কনসার্ট ও বর্ণিল র‍্যালির আয়োজন করা হয়েছে।

একুশের যাত্রা ও সংগ্রামের কথা উল্লেখ করে আব্দুস সালাম বলেন, ‘২০০০ সালের ১৪ এপ্রিল পথচলা শুরু হলেও রাজনৈতিক চাপের কারণে একাধিকবার বন্ধ ও দখলের শিকার হয় চ্যানেলটি। তবে কর্মীদের ভালোবাসা ও সংগ্রামের মাধ্যমে একুশে আবার নিজের জায়গায় ফিরে এসেছে।’

তিনি জানান, এখন ইটিভি আবারও বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান নিয়ে দর্শকের কাছে ফিরছে। সামনে আরও নতুন পরিকল্পনা রয়েছে।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও বলেন, ‘একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের প্রতীক। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।’

/জেডএ/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
অভিনয় থেকে অবসরে কেট ব্ল্যানচেট!
অভিনয় থেকে অবসরে কেট ব্ল্যানচেট!
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
প্রথম ভারতীয় অ্যাম্বাসেডর অনন্যা!
প্রথম ভারতীয় অ্যাম্বাসেডর অনন্যা!
নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ
নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ