নাটক ইন্ডাস্ট্রিতে বছরের সবচেয়ে বড় আয়োজনটি হয় রমজানের ঈদে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে এবার। প্রতিবারের মতো এবারের ঈদেও চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নাটক। তিনি চারটি নাটক নির্মাণ করেছেন ঈদ উপলক্ষে। তারমধ্যে তিনটি নাটকই প্রচার হবে ৩ এপ্রিল, দেশের তিনটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে।
চলুন ৩ এপ্রিল প্রচার হতে যাওয়া চয়নিকা চৌধুরীর নাটকগুলো সম্পর্কে জেনে নেই...
কোনো একদিন
চয়নিকা চৌধুরীর নাটক মানেই সেখানে সম্পর্ক ও ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বলা যায় গল্পনির্ভর কাজ করতেই পছন্দ করেন এই নির্মাতা। ‘কোন একদিন’ নাটকটিও এর ব্যতিক্রম নয়।
এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ৩ বছর পর তাদেরকে জুটি করে কাজ করলেন চয়নিকা।
এই জুটি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘কোন একদিন’ নাটকের স্ক্রিপ্ট পড়েই আমার মাথায় প্রথমেই এসেছে আফজাল হোসেনের কথা। এরপর ভেবেছি উনাকে না পাওয়া গেলে সেক্ষেত্রে মাহফুজ আহমেদ বিকল্প হতে পারেন। তবে আমি আফজাল হোসেনকেই চেয়েছি প্রথমে। এরপর তার স্ত্রীর চরিত্রে মৌ-এর কথাভেবেছি। কারণ চোখে দেখারও তো একটা বিষয় আছে।’
তিনি আরও বলেন, ‘আফজাল এবং মৌ এর সঙ্গে আমি ৩ বছর পর আবার কাজ করলাম। তাদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। তারা স্ক্রিপ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে নির্মাতার সঙ্গে আলোচনা করেন। কীভাবে আরও ভালো কাজ করা আয় সেটা নিয়েই ভাবতে থাকেন। আসলে দু’জনই তো আমাদের লিজেন্ড। এমনকি নিজেও তার কাছ থেকে শিখি।’
রঙ্গন মিউজিকের ব্যানারে ‘কোনো একদিন’ নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন।
বলা দরকার, ‘কোনো একদিন’ নাটকে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।
উল্লেখ্য, এটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে, রাত ৯টা ৫৫ মিনিটে। তবে নাটকটি পরবর্তীতে ‘রঙ্গন মিউজিক’-এর ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। ভালো থেকো মেঘ
তানজিন তিশা, সজল নূর এবং প্রান্তর দস্তিদারকে নিয়ে এই নির্মাতার আরেকটি নাটক ‘ভালো থেকো মেঘ’।
নাটকটি নিয়ে কথা বলতে গিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘এই নাটকের গল্প শুনেই আমার চোখে ভেসে উঠেছিলো তানজিন তিশার মুখ। তাকে না পেলে আমি নাটকটি বানাতেই চাইনি। তবে তিশা স্ক্রিপ্ট পড়েই পছন্দ করেছেন। অন্যদিকে সজল নূরকেও ম্যানেজ করতে পেরেছি। আর এখানে একদম তরুণ একটি চরিত্র আছে, সেই চরিত্রে প্রান্তরকে নির্বাচন করেছি। অন্যদিকে ডলি জহুরকে পেয়ে গেছি। সবমিলিয়ে দারুণ গল্পের একটি চমৎকার কাজ হয়েছে। আশা করি দর্শক পছন্দ করবেন।’
আসিফ ইকবাল ইকবালের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন ইফফাত আরেফিন মাহমুদ।
বলা দরকার, সজল নূর, তানজিন তিশা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, প্রান্তর দস্তিদার,ওয়াজিহা হক,আজম খান প্রমুখ।
উল্লেখ্য, নাটকটি প্রযোজনা করেছে ‘গাংচিল মিউজি’। প্রচার হবে ‘গাংচিল মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে, দুপুর ১টায়। কাজল ভোমরা
বেশ দীর্ঘ সময় পর ঈদের নাটক লিখেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির নাম ‘কাজল ভোমরা’।
এই নাটকটি নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন পর ঈদের নাটক লিখলাম। এখানে একটা সুখী দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে ঝড় আসে। একদম শেষে সেটার পরিসমাপ্তিও ঘটে।’
বলা দরকার, ‘কাজল ভোমরা’ নাটকে অভিনয় করেছেন সামিরা খান মাহি, জুনায়েদ বোগদাদি, মিলিবাশার, আজম খান প্রমুখ।
উল্লেখ্য, নাটকটি প্রযোজনা করেছে আঁকা চিত্রগল্প। এটি প্রচার হবে এনটিভিতে, দুপুর ২টা ২০ মিনিটে।