X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এই হিংস্র আচরণ ভয়াবহ ব্যাপার: রুনা খান 

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১৩:১৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:৫২

রুনা খান, মডেল ও অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন সাহসী নারী। সমাজের আর পাঁচটা নারীর মতো তিনিও যুদ্ধ করেই সমাজে টিকে আছেন।

বর্তমানে দেশ এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে নারীদের ওপর যে অত্যাচার, নিপীড়ন চলছে, তা সবাইকে হতবাক করে দিয়েছে। দেশের আর পাঁচটা সচেতন মানুষের মতো রুনা খানও আতঙ্কিত এই পরিস্থিতিতে। রুনা খান এই বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দেশে নারীদের প্রতি এত সহিংস আচরণ, এত অত্যাচার করা হয়, সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবেই। নারীদের প্রতি এই হিংস্র আচরণ খুব ভয়াবহ ব্যাপার।’

একজন নারী হিসেবে এই দেশে আপনি কতটুকু নিরাপদ বোধ করেন? এই প্রশ্নের উত্তরে রুনা খান একটু ভেবে বলেন, ‘আসলে সত্যি কথা বললে, কখনোই খুব বেশি নিরাপদ বোধ করি না। কয়েক দিন আগেই আমি কথা প্রসঙ্গে বলছিলাম, একটু রাত হলে এ দেশে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষের সঙ্গে অন্য কাউকে লাগে না, কিন্তু একজন নারীর বাইরে বেরোতে হলে সঙ্গে কাউকে না কাউকে প্রয়োজন। অন্য নারীরা নিরাপদ বোধ করেন কিনা জানি না, অন্তত আমি আমি নিজে নিরাপদ বোধ করি না।’ রুনা খান তিনি আরও বলেন, ‘আমার মনে হয় প্রতিটি নারীর স্বনির্ভর হওয়া উচিত। অর্থনৈতিকভাবে কারও ওপর নির্ভর করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, নারীর অধিকার আদায়ের জন্য শুধু স্বনির্ভর হলেই হয় না। আপনি যখন রাস্তায় বের হবেন, তখন আপনি কতটা নিরাপদ, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে শুধু নারীদের সচেতন হয়ে লাভ নেই, সমাজের পুরুষদেরও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীদের প্রতি সম্মান দেখাতে হবে।’ 

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে: রুনা খান
ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে: রুনা খান
অভিনয়ের মতো র‍্যাম্পে হাঁটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ: রুনা
অভিনয়ের মতো র‍্যাম্পে হাঁটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ: রুনা
পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...