অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে পরিণয় হলো মেহজাবীন চৌধুরীর। গত ১৪ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ যেন দীর্ঘ অপেক্ষার পর সুখের নীড় গড়া।
তাদের ভালোবাসার শুরু ২০১২ সাল থেকে। তারমানে মেহজাবীন ও রাজীব সম্পর্কে রয়েছেন প্রায় ১৩ বছর। নানা জল্পনা-কল্পনা চললেও এই দীর্ঘ সময়ে সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি কেউই। অবশেষে তাদের ভক্ত-অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বোধ হয়। কারণ, প্রকাশ্যে মেহজাবীন জানিয়ে দিলেন, আদনান আল রাজীব এখন শুধুই তার।
গায়ে হলুদের ছবি শেয়ার না করলেও বিয়ের খবর ঘটা করে দিলেন মেহজাবীন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের ছবি শেয়ার দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে নবদম্পতির সুখের উল্লাস স্পষ্ট। বিয়ের ছবি পোস্ট দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘৯ এপ্রিল, ২০১২- একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’
তিনি আরও লিখেছেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদযাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় পার করে এসেছি।
অভিনেত্রী এরপর লিখেছেন, ‘১৪ ফেব্রুয়ারী আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’ একদম শেষে মেহজাবীন লিখেছেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে, সুখে বাঁচতে পারি।’