X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

৭ বছর পর ফিরছে ‘এক্স ফাইলস’ জুটি

বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২

টানা ৭ বছরের অপেক্ষা শেষে জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘দ্য এক্স ফাইলস’-এর ১২তম সিজন আসছে। আবারও মুল্ডার ও স্কুলি সিরিজটির ১২তম সিজনে এক হচ্ছেন। চলতি বছরের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি, ফক্স এবং হুলুতে  প্রিমিয়ার হবে সিরিজটির। এই সিজনে মোট পর্ব থাকবে ১০টি।

১২তম সিজনে, বিশ্বব্যাপী ভাইরাল হওয়া একটি ঘটনা এবং মানবতার জন্য হুমকিস্বরূপ ষড়যন্ত্রের তদন্ত করবেন এফবিআই অ্যাজেন্ট মুল্ডার ও স্কুলি। তারা তাদের সবচেয়ে অন্ধকার ভয়ের মুখোমুখি হবেন এবারের সিজনে। এই সিজনটি সাসপেন্স এবং ষড়যন্ত্রের জন্ম দেবে। মুল্ডার এবং স্কুলির ভূমিকায় ডেভিড ডুচভনি ও জিলিয়ান অ্যান্ডারসন  বলা প্রয়োজন, মুল্ডার ও স্কুলির ফিরে আসার অপেক্ষায় প্রহর গুণছিলো তাদের ভক্তরা। সাসপেন্স এবং কৌতূহলের মিশেলে তারা আবারও রোমাঞ্চকর ঘটনা নিয়ে ফিরে আসছে। এটি নিঃসন্দেহে ভক্তদের রোমাঞ্চিত করবে। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ডেভিড ডুচভনি এবং জিলিয়ান অ্যান্ডারসন যথাক্রমে ফক্স মুল্ডার ও ডানা স্কুলির ভূমিকায় অভিনয় করেছেন। গোয়েন্দা ঘরানার ওপর বিশাল প্রভাব ফেলা সিরিজ ‘দ্য এক্স-ফাইলস-এর স্রষ্টা ক্রিস কার্টার। মাল্ডার এবং স্কুলির ভূমিকায় জিলিয়ান অ্যান্ডারসন ও ডেভিড ডুচভনি উল্লেখ্য, ‘দ্য এক্স ফাইলস’-এর শেষ সিজন (১১তম) সম্প্রচারিত হয়েছিলো ২০১৮ সালে। এটি গোটা বিশ্বের প্রায় ৬ মিলিয়ন দর্শক দেখছিলো। এই টিভি সিরিজটি শুরু হয়েছিলো ১৯৯৩ সালে। ৯০ দশকে বিটিভি’র সুবাদে সিরিজটি বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিলো।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য