X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

অভিনয়ের মতো র‍্যাম্পে হাঁটাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ: রুনা

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৫, ১৩:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬

প্রায় দুই দশকের পর্দা উপস্থিতি তার। অভিনেত্রী হিসেবেই তিনি অধিক পরিচিত। মঞ্চ হয়ে টিভি, সিনেমা এমনকি ওটিটি অধ্যায়েও সমুজ্জ্বল রুনা খান। তবে এসবের বাইরেও তিনি একজন মডেল, যার ঝলক মাঝেমাঝেই দেখা যায়। এই যেমন মডেল হিসেবে আবারও র‍্যাম্পে হাঁটলেন তিনি।      

আলোকিতে ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। এর শেষদিন অর্থাৎ ১৯ জানুয়ারি দেশের স্বনামধন্য কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র‍্যাম্পে আলো ছড়ালেন রুনা। ডিজাইনার তানহা শেখের (তান) শো-স্টপার হিসেবে র‍্যাম্পে অংশ নেন এই অভিনেত্রী ও মডেল। র‍্যাম্পে রুনা খান এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে রুনা বলেন, ‘তান একজন তরুণ ডিজাইনার। তার ডিজাইন আমি খুবই পছন্দ করি। তরুণ প্রজন্মের কাছ থেকে কোনও কাজের অফার আসলে আমি খুবই আনন্দের সঙ্গে, ভালোবেসে সেই কাজের সঙ্গে যুক্ত হই। তানহা শেখকে আন্তরিক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।’

অভিনয়, মডেলিং, এসবের বাইরে র‍্যাম্পে হাঁটতে তিনি ঠিক কতটা উপভোগ করেন? এই প্রশ্নের উত্তরে রুনা জানান, ‘আমি র‍্যাম্পে হাঁটা খুবই উপভোগ করি। এমনকি র‍্যাম্পে অন্যদের হাঁটা দেখতেও ভীষণ পছন্দ করি। এর আগে এই আলোকিতেই মাহিন খানের শো-স্টপার হিসেবে খাদি উৎসবে র‍্যাম্পে হাঁটি। সেবারও ভীষণ উপভোগ করেছিলাম, এবারও তাই।’ র‍্যাম্পে রুনা খান তিনি আরও বলেন, “আমার অভিনয়ের শুরুই নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে  মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তাই আমি জানি, দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ হওয়ার বিষয়টি দারুণ রোমাঞ্চকর। সেটা হোক নাগরিকের হয়ে মঞ্চ নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’, ‘নাম গোত্রহীন’ বা হোক শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটা। দু’টোই আমার কাছে সমান রোমাঞ্চকর এবং এটি আমি খুবই উপভোগ করি।”

রুনা খান বলেন, ‘অভিনয় বা মডেলিং, দু’টিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং আমি দু’টিকে আলাদাভাবে দেখিনা। আমার কাছে ছোটপর্দা, বড়পর্দা বা ওটিটির কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটাও সমান গুরুত্বপূর্ণ। পছন্দের কাজ হলে আমি সব মাধ্যমেই, সমানভাবে আগ্রহ নিয়ে কাজ করতে চাই।’   

তবে শুধু নিজের নয়, রুনা এই আয়োজনের বেশিরভাগ কৃতিত্ব দিতে চান এর সাথে সংশ্লিষ্ট সবাইকে। তিনি বলেন, ‘র‍্যাম্পে আমি হেঁটেছি মাত্র ২ মিনিট, অথচ অন্যরা এর পেছনে এক মাস ধরে কাজ করছেন। তাই তাদের কৃতিত্ব আমার চেয়ে একটুও কম নয়।’ ডিজাইনার তানের সঙ্গে রুনা খান বলা প্রয়োজন, মেকওভারের দায়িত্বে ছিল সামিনা সারার অ্যালিগেন্ট মেকওভার, ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও অনিক মজুমদার। র‍্যাম্পে রুনা খান উল্লেখ্য, সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) বাংলাদেশ প্যানারোমা বিভাগের মাধ্যমে প্রিমিয়ার হয়েছে রুনা খানের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটি। এখানে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় রুনা খানের অভিনয় দারুণ প্রসংশিত হয়েছে।  

/সিবি/
সম্পর্কিত
এই হিংস্র আচরণ ভয়াবহ ব্যাপার: রুনা খান 
এই হিংস্র আচরণ ভয়াবহ ব্যাপার: রুনা খান 
ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে: রুনা খান
ভাই আমার সত্যিকারের মানুষ হয়েছে: রুনা খান
পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫পৃথিবীর সব মানুষ ও প্রাণীর মঙ্গল কামনা করি: রুনা খান
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...