X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

‘রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়’   

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ৬ জন নিহত হয়। এ ঘটনায় এক বাইকারের সাথে থাকা স্ত্রী এবং তার সাত বছরের সন্তান নিহত হয়েছে। তবে বেঁচে যান বাইকার। স্ত্রী এবং সন্তানহারা এই বাইকারের কষ্ট ছুঁয়ে গেছে অভিনেত্রী মেহজাবীনকে। তিনি হতভাগ্য লোকটির প্রতি সমবেদনা জানিয়েছেন।  

স্ত্রী এবং সন্তান হারানো বাইকার লোকটির প্রতি তার অনুভূতি  আটকে রাখতে পারেননি এই অভিনেত্রী।  মেহজাবীন একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া। এই মানুষটা হয়তো এখন জীবিত, কিন্তু তার ভেতরটা পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিন।’

অনিরাপদ সড়ক ব্যবস্থার প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।    সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয়। কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর   জন্য কিছুই কার্যকর হচ্ছে না। যতদিন না বড় কোনও পদক্ষেপ নেওয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়ার গল্প হয়েই থেকে যাবে।’ মেহজাবীন চৌধুরী বলা প্রয়োজন, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী বেপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ছয় জন নিহত হয়।

/সিবি/এমএম/
সম্পর্কিত
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
মায়ের শাড়ি পরে মেহজাবীনের বিয়ে, এবং...
মায়ের শাড়ি পরে মেহজাবীনের বিয়ে, এবং...
মেহজাবীনকে নিয়ে যা বললেন আদনান
মেহজাবীনকে নিয়ে যা বললেন আদনান
১৩ বছরের প্রেমের সফল পরিণতি
১৩ বছরের প্রেমের সফল পরিণতি
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়