X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

পশ্চিমবাংলা থেকে যেসব তারকা পেলেন পদ্ম পুরস্কার

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১২:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৪

প্রতিবারের মতো এবারেও প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের (রবিবার) আগের দিন শনিবার রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন মোট ১৩৯ জন। তার মধ্যে মধ্যে ৭ পদ্মবিভূষণ, ১৯ পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে একাধিক ব্যক্তিত্ব পেয়েছেন পদ্মশ্রী সম্মান তবে আসেনি একটাও পদ্মবিভূষণ, পদ্মভূষণ। পুরস্কার প্রাপ্তদের তালিকায় আছেন পশ্চিমবাংলার তারকারাও। 

সংগীতশিল্পী অরিজিৎ সিং চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ১১৩ টি পদ্মশ্রী সম্মান প্রাপ্তদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি।

অরিজিৎ ছাড়াও পশ্চিমবাংলার বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর পেয়েছেন পদ্মশ্রী সম্মান।  

এই দুই তারকা ছাড়াও পদ্মশ্রী সম্মানে পশ্চিমবাংলা থেকে ভূষিত হয়েছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক, হাবড়ার বাসিন্দা গোকুল চন্দ্র দাসের মতো ব্যক্তিত্বরা। এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। 

উল্লেখ্য, এবারের পদ্ম সম্মানে আসামের নৃত্যাচার্য যতীন গোস্বামী সম্মানিত হয়েছেন। অর্থনীতিবিদ প্রয়াত বিবেক দেবরায়কে সম্মানিত করা হচ্ছে মরণোত্তর পদ্মভূষণে।

পশ্চিমবাংলার বাইরে পদ্মশ্রী প্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া পদ্মভূষণ পাচ্ছেন ভারতের হকি দলের সাবেক গোলরক্ষক পিআর শ্রীজেশ। মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন সংগীতশিল্পী পঙ্কজ উদাস এবং রাজনীতিবিদ সুশীল মোদী।

উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টদের এই বিশেষ পদ্ম সম্মানে ভূষিত করা হয় ভারত সরকারের  পক্ষ থেকে। ২০২৫ সালে তারই তালিকা এলো সামনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেতার রহস্যময় মৃত্যু!  
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ