X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

এখন সম্পর্ক টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ: সোহিনী

বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২২:৪৩

সোহিনী সরকারের জীবনে প্রেম এসেছে বেশ কয়েকবার। ভেঙেও গেছে। শেষ অবধি এই টলিউড অভিনেত্রী থিতু হয়েছেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীকে বিয়ে করে।
সোহিনী সরকার সোহিনীর মতে, বর্তমানে যেকোনও সম্পর্ক টিকিয়ে রাখাই মুশকিল। আর সেটা যদি হয় প্রেম কিংবা বিয়ের, তাহলে সেটি আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
সোহিনী সরকার সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেন, ‘এখন সম্পর্কটা টিকিয়ে রাখাটাই একটা চ্যালেঞ্জ। প্রথমত সোশ্যাল মিডিয়া একটা চাপ তৈরি করে। চারপাশে এত সম্পর্ক ভেঙেছে। আমার নিজেরও ভেঙেছে। সেই মন খারাপটা সামলানো খুব শক্ত। আমরা যেহেতু পরিচিত মুখ তাই ওই মন খারাপের মধ্যেও নানান লোক, নানান কথা বলবে। সেই ট্রোলিং সামলাবো নাকি নিজেকে সামলাবো! অনেকেই মজা করে বলেন, একটা ভেঙেছে আরেকটা হবে। তবে বিষয়টা এমন নয়।’ সোহিনী সরকার এরপর সোহিনী বলেন,  একটা বয়সের পর সকলেই থিতু হতে চায়। এমনকি এমন দম্পতিও দেখেছি যাদের দেখে আইডিয়াল মনে হতো, সেই সম্পর্কও অনেক সময় ভেঙে গিয়েছে। তখন আরও বেশি মনে হয়, সম্পর্কটা টিকিয়ে রাখতেই হবে।’ সোহিনী সরকার তবে  সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে যতই আঘাত পান, পুরনো প্রেমে ফিরে যান না সোহিনী। এ বিষয়ে তিনি বলেন, ‘কাজের সূত্রে বন্ধুত্ব থাকতে পারে, কথাও হতে পারে, তবে আমার কাছে ওই চ্যাপ্টরটা শেষ মানে শেষ। আমার কিছু বন্ধুর ক্ষেত্রে এটা হয়েছে যে বর্তমান সম্পর্ক খারাপ হওয়ায় পুরোনো সম্পর্কে ফেরত যেতে ইচ্ছে করেছে, তবে আমার ক্ষেত্রে সেটা কখনও ঘটেনি।’ শোভন গাঙ্গুলী ও সোহিনী সরকার উল্লেখ্য, বিক্রম চ্যাটার্জির সঙ্গে ‘অমরসঙ্গী’ সিনেমায় খুব শিগগিরই দেখা যাবে সোহিনীকে। এছাড়াও ‘রান্নাবাটি’ সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটিবেঁধে অভিনয় করবেন তিনি।   

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!