‘আরণ্যক’ দেশের অন্যতম নাট্যদল। শনিবার (১ ফেব্রুয়ারি) দলটি প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে নাট্যদলটি ভাষার মাস ফেব্রুয়ারিজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করেছে।
এক বিজ্ঞপ্তিতে আরণ্যক জানিয়েছে, ‘এই আয়োজনে মঞ্চে নাটকের প্রদর্শনী, পথনাটক, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী এবং সেমিনার, যন্ত্রসঙ্গীতের আসর থাকছে।’
জাতীয় নাট্যশালা ও মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চে এই উৎসব হবে।
শনিবার সন্ধ্যা ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মাসব্যাপী আয়োজনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় আরণ্যক প্রযোজিত ‘কবর’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।
৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে থাকবে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন।
১৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় শিল্পকলা একাডেমির কফিহাউজ চত্বরে থাকবে পথনাটকের প্রদর্শনী।
১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে থাকবে যন্ত্রসংগীত পরিবেশনা। পরে সন্ধ্যা ৭টায় আরণ্যক দেখাবে নাটক ‘রাঢ়াঙ’।
১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় থাকবে যন্ত্রসংগীত পরিবেশনা এবং সন্ধ্যা ৭টায় থাকবে ‘কম্পানি’ নাটকের প্রদর্শনী।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় থাকবে যন্ত্রসংগীতের পরিবেশনা এবং সন্ধ্যা ৭টায় থাকবে ‘ময়ূর সিংহাসন’ নাটকের প্রদর্শনী।
২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে হবে সমাপনী অনুষ্ঠান। ঐদিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ‘কহে ফেসবুক’ নাটক।
বলা প্রয়োজন, ৫০ বছরের বেশি সময়ের দীর্ঘ পথচলায় নাট্যদলটি মঞ্চে এনেছে ‘সংক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘ময়ূর সিংহাসন’, ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’ এর মতো নাটক।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় আরণ্যক নাট্যদল যাত্রা শুরু করে। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা।