X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

রাতের পেঁচা এ আর রাহমান!  

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৪:২২আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৬:১০

উপমহাদের প্রখ্যাত ও গুণী সংগীতশিল্পী এ এর রাহমান কাজ করেন নির্দিষ্ট সময়সূচি মেনে। অন্যদের সঙ্গে তার দৈনন্দিন রুটিনের কোন মিল নেই বললেই চলে। কারণ তিনি রাতে কাজ করেন, আর দিনে ঘুমান। এমনকি তিনি ঘরের বাইরে দিনে বেরই হন না প্রয়োজন ছাড়া, বের হন রাতে।  

খবরটি জানিয়েছেন খোদ এ আর রাহমান। তিনি এও বলেন যে, সকালে ঘুম থেকে ওঠা তার কাছে বিরক্তিকর মনে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দিনের ব্যস্ততার তুলনায় রাতের নীরবতায় আরও ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। এ আর রাহমান ম্যাশেবল ইন্ডিয়ার সাথে এই কথোপকথনে রাহমান এও জানিয়েছেন যে, রাতে ঘুমানো এবং সকালে ঘুম থেকে ওঠার ‘সাধারণ’ সময়সূচি তিনি ‘একঘেয়ে’ বলে মনে করেন। এবং তিনি এর বিপরীত রুটিনই অনুসরণ করে চলেন। 

মুম্বাইয়ের ভারী যানজট মোকাবেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি কখনও দিনের বেলা ভ্রমণ করি না। আমি রাতের বেলা বের হই, কারণ রাতে কোন যানজট থাকে না। আমি যে কোন জায়গায় যেতে পারি। মূলত আমি রাতের পেঁচা! মাঝে মাঝে ভোরে দরগায় যাই এবং যানজট শুরু হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি। ‘তাল’ সিনেমার সময় থেকে এটা হয়ে আসছে।’ এ আর রাহমান রাহমান আরও বলেন, ‘আমি আজকাল রাতে ঘুমাই। রাতে ঘুমানো এবং সকালে  ঘুম থেকে ওঠা খুবই বিরক্তিকর আমার জীবনযাত্রার জন্য। আমি বলছি না যে, এটি খারাপ জিনিস। কিন্তু প্রয়োজনে এটি করতেই হয়। সেক্ষেত্রে, সাধারণত, আমি ভোর আড়াইটায় উঠে সকাল ৭টায় আবার ঘুমাতে যাই।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
রাতের পেঁচা এ আর রাহমান!  
রাতের পেঁচা এ আর রাহমান!  
৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’
৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার