X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ফাহমিদা নবীর প্রথম বই...

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবারের বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন।     

নিজের অনুভূতি, ভাবনা, জীবন নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমাঝেই লেখালেখি করেন। সবগুলো লেখা যাতে একটি বইয়ের মধ্যে তার ভক্ত, পাঠকরা পেয়ে যান, সেই চিন্তা থেকেই লেখাগুলো এবার গ্রন্থাকারে প্রকাশিত হলো।   

মূলত ভক্ত, পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। 

প্রথমবার বই প্রকাশ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই কণ্ঠশিল্পী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বইটি প্রকাশের পর আমার ভক্ত-শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। সবার অনুরোধে এ বইটি হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল। আমি এমনভাবে অনুপ্রাণিত হলাম, আগামীতে হয়তো বই প্রকাশের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’  

জীবনের অনেক অভিজ্ঞতাই লেখার মাধ্যমে তুলে ধরেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি, তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচক সমাধানের পথ খুঁজি, আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলেছি বইয়ে।’

বইটি প্রকাশ হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে, প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

তবে তার লেখালেখির শুরু এই প্রথম নয়। বেশ আগে থেকেই তিনি লেখালেখি করেন। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, ২০০৩ থেকে ২০১৪ সময়কাল পর্যন্ত তিনি ‘আনন্দভূবন’, ‘আনন্দধারা’ ও ‘বিচিত্রা’য় ৫-৬টি গল্প লিখেছেন। সে গল্পগুলোও বই আকারে প্রকাশের ইচ্ছা রয়েছে তার।  

অন্যদিকে বই প্রকাশের পাশাপাশি ফাহমিদা নবী নতুন গান নিয়েও হাজির। তার গাওয়া গান ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ এখন ঘুরছেন এই শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে।       

‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ গানের কথা লিখেছেন ফারজানা রহমান। সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানের কথা অসাধারণ। ভালোবাসা দিবসে সাধারণত শ্রোতারা যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই। সংগীতায়োজনও দারুণ হয়েছে। গানটি প্রকাশের পর বেশ সাড়াও মিলছে।’

এর আগে তিনি প্রকাশ করেছেন ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ শিরোনামে একটি গান। এটি লিখেছেন ইলা মজিদ। এ গানটিরও সুর সংগীতায়োজন করেছেন সজীব দাস। 

/সিবি/
সম্পর্কিত
তিস্তা পাড়ের বানভাসিদের দেখে যে গানের জন্ম
তিস্তা পাড়ের বানভাসিদের দেখে যে গানের জন্ম
ফাহমিদা নবীর নতুন গানচিত্র
ফাহমিদা নবীর নতুন গানচিত্র
‘এই গানটি গাওয়া আমাদের কাছে সৌভাগ্যের মতোই ছিল’
স্মরণে সুবীর নন্দী‘এই গানটি গাওয়া আমাদের কাছে সৌভাগ্যের মতোই ছিল’
পিরামিড দেখে গাইলেন বাংলাদেশের গান (ভিডিও)
পিরামিড দেখে গাইলেন বাংলাদেশের গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘তোমাদের গল্প’, কাঁদাচ্ছে দর্শক
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘তোমাদের গল্প’, কাঁদাচ্ছে দর্শক
বরবাদ: শিশুদের নিয়ে না দেখার মতো ছবি
সিনেমা সমালোচনাবরবাদ: শিশুদের নিয়ে না দেখার মতো ছবি
প্রয়াত হলেন অভিনেতা মনোজ কুমার
প্রয়াত হলেন অভিনেতা মনোজ কুমার
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
মধ্যপ্রাচ্যের এক স্বল্পদৈর্ঘ্যের কপি-পেস্ট ‘লাপাতা লেডিস’?
কারিনার লক্ষ্য ৭৫!
কারিনার লক্ষ্য ৭৫!