X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

এবার বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬

ভালোবাসা দিবসে প্রকাশ পাচ্ছে বলিউডের সংগীতশিল্পী সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি সাহার গাওয়া বাংলা গান ‘বৃষ্টি বিলাস’। খবরটি নিজেই জানিয়েছেন সিঁথি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিঁথি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান ‘বৃষ্টি বিলাস’। আমার সাথে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ 

এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে ‘বৃষ্টি বিলাস’ গানটি তৈরি করেছিলেন। তখনই তার মনে হয়েছিল, ‘বৃষ্টি বিলাস’ দ্বৈত গানে রূপান্তরিত করা যেতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন। একবার শুনেই গানটি পছন্দ করেন সেলিম। এমনকি গানটি গাওয়ার প্রস্তাবেও সাড়া দেন। এভাবেই ‘বৃষ্টি বিলাস’ গানের জন্ম।’ জুটিবেধে বাংলা গান গেয়েছেন সেলিম মার্চেন্ট ও সিঁথি সাহা  সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে, সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ সংগীতপ্রেমীদের কম-বেশি সবারই তার সম্পর্কে ভালো ধারণা আছে। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানে নিজের সেরা গায়কী তুলে ধরার চেষ্টা করেছি। নিখাদ রোমান্টিক এই গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগিরই আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। আশা করছি, গানটি অনেকের হৃদয় স্পর্শ করবে।’

‘বৃষ্টি বিলাস’ ছাড়াও সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়া নিয়েও ভাবছেন সিঁথি।

উল্লেখ্য, গানটি সিঁথির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

/সিবি/
সম্পর্কিত
সিঁথিকে নিয়ে তাহসানের ‘একা ঘর’ চমক
সিঁথিকে নিয়ে তাহসানের ‘একা ঘর’ চমক
সিঁথির বাসায় সিঁথি!
সিঁথির বাসায় সিঁথি!
মা হলেন সিঁথি সাহা, সঙ্গে বিষাদের খবর
মা হলেন সিঁথি সাহা, সঙ্গে বিষাদের খবর
সিঁথির সিঁথিতে সিঁদুর দিলেন আবির!
সিঁথির সিঁথিতে সিঁদুর দিলেন আবির!
বিনোদন বিভাগের সর্বশেষ
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ