X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

আমি তাকে সারা জীবনের জন্য ঘর দিয়েছি: রোজা

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২৩:২৬

এই মুহূর্তে শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বোধহয় তাহসান-রোজার বিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে আলোচনার অন্ত নেই।

তাহসান বিয়ে নিয়ে মুখ খুললেও চুপ ছিলেন তার স্ত্রী উম্মে হাবিবা রোজা। অবশেষে ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি আপলোড দিয়ে আলোচনা আরও খানিকটা উসকে দিলেন তাহসান-পত্নী। রোজা ও তাহসান ইনস্টাতে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করে রোজা লিখেছেন, অবশেষে আমি একজন চমৎকার মানুষকে খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে এসব দেওয়ার প্রতিজ্ঞা করেছি এবং সারা জীবনের জন্য ঘর দিয়েছি। তাহসান ও রোজা উল্লেখ্য, ৪ তারিখ সকাল থেকেই এই দম্পতির গায়ে হলুদের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসময় বিয়ের ব্যাপারটি এড়িয়ে যান তাহসান। তবে ওই দিন (শনিবার) সন্ধ্যায় নিজেই বিয়ের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোজা ও তাহসান

জানা যায়, শনিবার (৪ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অবশ্য রোজা এ বিষয়ে তখন পর্যন্ত চুপ ছিলেন। তবে রবিবার (৫ ডিসেম্বর) তিনি ইনস্টাতে বিয়ের সুন্দর কিছু ছবি পোস্ট করেছেন।

রোজা ও তাহসান উল্লেখ্য, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তা।

রোজা ও তাহসান

/সিবি/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
শুভকামনা জানিয়েছিলেন মিথিলাও!
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই: মিথিলা
প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য গাইবেন তারা
প্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য গাইবেন তারা
আন্তর্জাতিক শো সঞ্চালনায় তাহসান
আন্তর্জাতিক শো সঞ্চালনায় তাহসান
বিনোদন বিভাগের সর্বশেষ
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ