X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

অস্ত্র হাতে ডন রূপে অন্য এক আসিফ

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ০৯:০০আপডেট : ০৯ জুন ২০২৪, ১৩:৪৫

স্যুট-প্যান্টের সঙ্গে টাই। ব্লেজারের পকেটে বড় আকারের একটি গোলাপ ফুল। চোখে সানগ্লাস। চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রাখা। হাতে ভারী অস্ত্র। কণ্ঠশিল্পী আসিফ আকবর এমন ডন রূপে হাজির হচ্ছেন একটি মিউজিক্যাল ফিল্মে। গানটির শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। এটি গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন তিনি।

শনিবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, “একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে, ডন আইন তুলে নেয় নিজের হাতে। শিশু ধর্ষণ ও পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচারসহ মানবপাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি ‘দ্য লাস্ট ডন’! গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায়বিচার চাইতে পারি কথা, সুরে, গানে।”

আসিফের তথ্যে স্পষ্ট, ডন হলেও অন্যায়ের প্রতিবাদকারী একটি চরিত্র রূপায়ন করেছেন তিনি। গল্প ভাবনা তারই। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির।

‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মে আসিফ আকবর (ছবি: আর্ব এন্টারটেইনমেন্ট)

আগামী ১৭ জুন ঈদের দিন বিকাল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সংগীত পরিচালনায় জাভেদ আহমেদ কিসলু। 

আসিফ আকবর ও সৈকত নাসির (ছবি: আসিফ আকবরের ফেসবুক পেজ)

২০১৭ সালে আসিফ আকবরকে মডেল হিসেবে তুলে ধরে তারই গাওয়া ‘আগুন’ গানের ভিডিও নির্মাণ করেন সৈকত নাসির। তার মতে, এটি ভিডিওর নতুন বাজার তৈরিতে সহায়ক হয়েছিল। নতুন মিউজিক্যাল ফিল্ম আরেকটি উদাহরণ স্থাপন করবে বলে তিনি আশাবাদী।

সম্প্রতি ভারতের নন্দিত গায়িকা অনুরাধা পাড়োয়ালের সঙ্গে একটি দ্বৈত গান শ্রোতাদের উপহার দিয়েছেন আসিফ। এর শিরোনাম ‘চিরদিনের জীবনসঙ্গিনী’। এটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন যুক্তরাজ্যের বাসিন্দা রাজা কাশেফ। ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিক থেকে এর মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাবা বশির।

/জেএইচ/
সম্পর্কিত
ভালোবাসা দিবসে কষ্টের কথা শোনাবেন আসিফ  
ভালোবাসা দিবসে কষ্টের কথা শোনাবেন আসিফ  
পোশাক ডিজাইনারকে পাগলা গারদে  পাঠানো হোক: আসিফ
পোশাক ডিজাইনারকে পাগলা গারদে পাঠানো হোক: আসিফ
যে গানের জন্য বাংলাদেশের টং দোকান থেকে হলিউড পর্যন্ত!
যে গানের জন্য বাংলাদেশের টং দোকান থেকে হলিউড পর্যন্ত!
আন্দোলনে আহতদের জন্য ‘মুমূর্ষু সমাবেশ ও মুক্তির গান’
আন্দোলনে আহতদের জন্য ‘মুমূর্ষু সমাবেশ ও মুক্তির গান’
বিনোদন বিভাগের সর্বশেষ
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
সানফ্রানসিসকোতে সংবর্ধিত ড. অণিমা রায়
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ আখ্যা দিলেন কারিনা
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
তবুও কানাডা সফরে সাবিনা...
তবুও কানাডা সফরে সাবিনা...