X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮:২৯

উদ্বোধন করা হলো ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যালয়। ঢাকার মগবাজারে ১৪ এপ্রিল (সোমবার) বর্তমান কার্যনির্বাহী কমিটি, বাচসাস-এর সিনিয়র সদস্য ও সংস্কৃতি অঙ্গনের তারকা ও কলাকুশলীদের নিয়ে কার্যালয় উদ্বোধন করে।

উদ্বোধন করেন বাচসাস-এর সাবেক সভাপতি আব্দুর রহমান। প্রথমবারের মতো বাচসাস-এর স্বতন্ত্র কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বাংলা নববর্ষও উদযাপন করা হয়।

কার্যালয় উদ্বোধন ও নববর্ষ উদযাপন উপলক্ষে দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে বাচসাস-এর প্রবীণ ও নবীন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সংস্কৃতি অঙ্গনের তারাকা, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা অভিনন্দন জানাতে আসেন। বাচসাস কার্যালয় এক মিলনমেলায় পরিণত হয়। আড্ডা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় বর্ণিল এই আয়োজনে প্রাণের সঞ্চার করে।

বাচসাস-এর কার্যালয় নেয়া নিয়ে সদস্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এ স্বপ্ন পূরণ করার জন্য তারা বাচসাস-এর বর্তমান কমিটির ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য সাজু আহমেদ, হাফিজ রহমান প্রমুখ। নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী
শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী
নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ
নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ
মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!
মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ