বৈশ্বিক চলচ্চিত্র উৎসবের তালিকায় ‘বিগ ফাইভ’ ধরা হয় কান, বার্লিন, ভেনিস, টরন্টো ও সানড্যান্সকে। এরমধ্যে প্রতিবছর উৎসবের ডামাডোল শুরুতে বাজায় সানড্যান্স! যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় ২৪ জানুয়ারি) এর ৪১তম আসরের পর্দা উঠেছে। এটি পশ্চিম যুক্তরাষ্ট্রের একটি পার্বত্য রাজ্য। এর তিন দিকে অ্যারিজোনা, কলোরাডো ও নিউ মেক্সিকো রাজ্য।
স্বাধীন ও প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্স। ৪০ বছর ধরে আমেরিকাসহ সারা বিশ্বের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের দারুণ সব কাজ তুলে ধরার জন্য খ্যাতি আছে এই আয়োজনের। আমেরিকান অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড প্রতিষ্ঠিত উৎসবটির এবারের আসরে কমেডি, ড্রামা, হরর, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, টিভি সিরিজসহ সব ধরনের উপকরণ আছে! এরমধ্যে প্রায় অর্ধেকই নবাগত পরিচালকদের বানানো।
সারাবছর যেসব ছবি আলোচনায় থাকতে পারে ও পরের বছরের পুরস্কার মৌসুমে নজর কাড়তে পারে, সেগুলোর পয়লা প্রদর্শনী দেখার তীর্থভূমি বলা যায় সানড্যান্সকে। গত আসরে সানড্যান্সে পয়লা প্রদর্শনী হয়ে ৯৭তম অস্কারে জায়গা করে নিয়েছে জেসি আইজেনবার্গ ও কিয়ের্যান কালকিনের ‘অ্যা রিয়েল পেইন’ ও সেবাস্টিয়ান স্ট্যান অভিনীত ‘অ্যা ডিফারেন্ট ম্যান’।
সানড্যান্স উৎসবের পরিচালক ইউজিন হার্নান্দেজ মনে করেন, এবারের আসর যথারীতি নবাগত নির্মাতাদের জন্য বড় সুযোগ সৃষ্টি করতে পারে। হেভিওয়েট নির্মাতা ও অভিনয়শিল্পীদের পাশাপাশি এই উৎসবে কিছু স্বল্প বাজেটের ছবি দর্শকদের চমকে দেয়। গত আসরে তাইওয়ানিজ-আমেরিকান পরিচালক শন ওয়াংয়ের বয়ঃসন্ধি বিষয়ক কমেডি ‘ডিডি’ ছিল তেমনই একটি ছবি।
ইউটাহ রাজ্যের প্রাণকেন্দ্র সল্ট লেক সিটি ও পার্ক সিটির আটটি ভেন্যুতে হচ্ছে ৪১তম সানড্যান্স চলচ্চিত্র উৎসব। পয়লা দিনে পার্ক সিটিতে ১৫টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী চলছে। শুক্রবার সল্ট লেক সিটির ভেন্যুতে প্রদর্শনী শুরু হবে।
১১ দিনের আয়োজন
এবারের আসরে মোট ১৬টি বিভাগে প্রদর্শনী রয়েছে। এগুলো হলো আমেরিকান ড্রামাটিক প্রতিযোগিতা, বিশ্ব চলচ্চিত্র ড্রামাটিক প্রতিযোগিতা, আমেরিকান প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা, বিশ্ব প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা, প্রিমিয়ারস, নেক্সট, মিডনাইট, স্পটলাইট, ফ্রম দ্য কালেকশন, এপিসোডিক, এপিসোডিক পাইলট, ফ্যামিলি ম্যাটিনি, আমেরিকান ফিকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, আন্তর্জাতিক ফিকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নন-ফিকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ১১ দিন ধরে ৯০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার হবে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে প্রদর্শনী। আগামী ৩১ জানুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে উৎসবের সমাপনী হবে ২ ফেব্রুয়ারি।
প্রিমিয়ারস বিভাগে নির্বাচিত যুক্তরাষ্ট্রের ম্যারি ব্রনস্টাইন পরিচালিত দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ’ সানড্যান্সের পর বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় স্বর্ণভালুক পুরস্কারের জন্য লড়বে। এর গল্প লিন্ডা নামের এক নারীকে কেন্দ্র করে। জীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সন্তানের রহস্যময় অসুস্থতা, স্বামীর অনুপস্থিতি, একজন নিখোঁজ ব্যক্তি ও থেরাপিস্টের সঙ্গে ক্রমবর্ধমান বৈরী সম্পর্ককে মেলানোর চেষ্টা করে সে। এতে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন, আমেরিকান উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন, আমেরিকান-বারবারিয়ান র্যাপার এএসএপি রকি।
অস্ট্রেলিয়ান পরিচালক সোফি হাইডের ‘জিম্পা’ এবারের সানড্যান্সের প্রিমিয়ারস বিভাগের আরেক আকর্ষণ। সমকামিতার আবহে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান ও দু’বার অস্কার মনোনীত আমেরিকান অভিনেতা জন লিথগো।
প্রিমিয়ারস বিভাগে আরও আছে বিল কন্ডনের পরিচালনায় আমেরিকান গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’, অস্কার মনোনীত আমেরিকান তারকা লিলি গ্ল্যাডস্টোনের ‘দ্য ওয়েডিং ব্যাঙ্কুয়েট’, মারভেল সুপারহিরো ‘ডক্টর স্ট্রেঞ্জ’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচের ‘দ্য থিং উইথ ফিদারস’, এবারের অস্কারে মনোনীত ‘সিং সিং’ ছবির লেখক ক্লিন্ট বেন্টলি পরিচালিত এবং জোল এজারটন ও ফেলিসিটি জোন্স অভিনীত ‘ট্রেন ড্রিমস’, তিনবার অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ক্যারি মালিগ্যানের ‘দ্য ব্যালাড অব ওয়ালিস আইল্যান্ড’, গোল্ডেন গ্লোবজয়ী ও অস্কার মনোনীত আমেরিকান তারকা ক্লোয়ি সেভিনি অভিনীত ‘ম্যাজিক ফার্ম’, ব্রিটিশ তারকা বেন হুইশোর “পিটার হুজার’স ডে”।
মিডনাইট বিভাগে গোল্ডেন গ্লোবজয়ী আমেরিকান অভিনেত্রী আয়ো এডেবিরি অভিনীত ‘অপাস’, নেক্সট বিভাগে জুলিয়েট লুইস ও মেলানি গ্রিফিত অভিনীত ‘বাই ডিজাইন’, বিশ্ব চলচ্চিত্র ড্রামাটিক প্রতিযোগিতায় ইরানিয়ান পরিচালক আলিরেজা খাতামির ‘দ্য থিংস ইউ কিল’ ও এপিসোডিক বিভাগে উল্লেখযোগ্য মারভেল সুপারহিরো ‘হাল্ক’ তারকা মার্ক রাফেলো অভিনীত ‘হ্যাল অ্যান্ড হারপার’।
আমেরিকান ড্রামাটিক প্রতিযোগিতায় রয়েছে অস্কারজয়ী ‘মুনলাইট’ ছবির পরিচালক ব্যারি জেনকিন্স প্রযোজিত ‘সরি, বেবি’, কান উৎসবে স্বর্ণপাম জয়ী স্টিভেন সোডারবার্গ প্রযোজিত ‘লাভ, ব্রুকলিন’, ইতালির লুকা গুয়াদানিনো প্রযোজিত ‘অ্যাট্রোপিয়া’, এমি অ্যাওয়ার্ড জয়ী স্টিভেন ইয়ানের ‘বাবল অ্যান্ড স্কুইক’।
ভারতীয়দের কাজ
সানড্যান্সের এবারের লাইনআপে বেশ কয়েকজন ভারতীয় শিল্পীর নাম দেখা যাচ্ছে। প্রিমিয়ারস বিভাগে আছে অভিনেত্রী রাধিকা আপ্তের ‘লাস্ট ডেজ’। বিশ্ব চলচ্চিত্র ড্রামাটিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ভারতের কেরালার রোহান পারাশুরাম কানাওয়েড পরিচালিত ‘ক্যাকটাস পিয়ার্স’। মিডনাইট বিভাগে আছে মীরা মেনন পরিচালিত ‘ডিড নট ডাই’।
মিডনাইট বিভাগে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তারকা দেব প্যাটেলের ‘র্যাবিট ট্র্যাপ’ ও আমেরিকান প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় দেখানো হবে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নারী গীতা গান্দভির পরিচালিত প্রামাণ্যচিত্র ‘দ্য পারফেক্ট নেইবার’।
প্রামাণ্যচিত্র
বিশ্ব প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা বিভাগে রয়েছে অস্কারজয়ী ও পুলিৎজার পুরস্কার জয়ী ইউক্রেনের নির্মাতা মিস্তিস্লাভ চেরনোভের ‘২০০০ মিটারস টু আন্দ্রিভকা’য় দেখা যাবে, রুশদের দখল করে নেওয়া ইউক্রেনের আন্দ্রিভকা গ্রাম মুক্ত করতে ইউক্রেনীয় সৈন্যরা এক মাইল বন পাড়ি দেয়। একই বিভাগের আরেক আকর্ষণ নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ওপর নির্মিত ‘প্রাইম মিনিস্টার’।
প্রিমিয়ারস বিভাগে রয়েছে আমেরিকার সবচেয়ে কুখ্যাত কারাগার ব্যবস্থার ওপর প্রামাণ্যচিত্র ‘দি অ্যালাবামা সল্যুশন’। একই বিভাগে থাকা ‘ফ্রি লেওনার্ড পেলটিয়ার’ প্রামাণ্যচিত্রে দেখা যাবে, ১৯৭৫ সালে দুই এফবিআই এজেন্টকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আদিবাসী কর্মীর সত্যি কাহিনি। প্রায় অর্ধ শতাব্দী পর যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওই ব্যক্তির সাজা মওকুফ করেছেন।
উৎসবের নেক্সট বিভাগে আছে ষাটের দশকের এক সিরিয়াল কিলারের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের ব্যর্থ প্রয়াস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘দ্য জোডিয়াক কিলার প্রজেক্ট’।
স্পটলাইট বিভাগে দেখানো হবে ‘ওয়ান টু ওয়ান: জন অ্যান্ড ইয়োকো’। সত্তর দশকের গোড়ার দিকে নিউইয়র্ক সিটির গ্রিনউইচ ভিলেজে জন লেনন ও ইয়োকো ওনো দম্পতির দেড় বছর বসবাসের ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই প্রামাণ্যচিত্র।
সিনেমা ক্যাফে
শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, উৎসবে থাকছে আড্ডার আয়োজন। এসব কথোপকথনে অংশ নেবেন মিস্তিস্লাভ চেরনভ, ক্লোয়ি সেভিনি, অলিভিয়া কোলম্যান, স্টিভেন ইয়ান, জাসিন্ডা আরডার্ন, মার্লি ম্যাটলিনসহ অনেকে।
এবারের আসরে বিচারকদের আসনে আছেন অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, অস্কার মনোনীত ‘পাস্ট লাইভস’ ছবির পরিচালক সেলিন সং, কান উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকের পরিচালক অ্যাভা কায়েন, অস্কারজয়ী স্কটিশ পরিচালক কেভিন ম্যাকডোনাল্ড, ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির অভিনেতার এলিজা উড।
সানড্যান্সের ছবি দেখতে আমেরিকানদের ইউটাহ পার্বত্য রাজ্য ভ্রমণের প্রয়োজন নেই! আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের যেকোনও প্রান্ত থেকে দর্শকরা উৎসবের ডিজিটাল প্ল্যাটফর্মে এবারের আসরের বেশিরভাগ ছবি উপভোগ করতে পারবেন। একেকটি চলচ্চিত্রের জন্য গুনতে হবে ৩৫ ডলার। আর আনলিমিটেড সুবিধা পাওয়া যাবে ৮০০ ডলারে।