X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

বিরতির পর কাজে ফিরলেন অপর্ণা

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১২:৫০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৮:৪৩

অপর্ণা ও সতরাজিৎ বিয়ে আর ছোট পরিসরে মধুচন্দ্রিমা সেরে কাজে ফিরলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। গতকাল (২৭ ডিসেম্বর) থেকে তিনি অংশ নিয়েছেন ‘তোলপাড়’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে।
জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এটি নির্মাণ করছেন মুসাফির রনি। এর ফলে ১ মাস পর শুটিং স্পটে পাওয়া গেলো এই অভিনেত্রীকে।

অপর্ণা ঘোষ বলেন, ‘প্রায় এক মাসের বিরতির পর গতকাল কাজে ফিরলাম। চিরচেনা জীবনে ফিরে বেশ ভালো লাগছে। সহকর্মীরা সবাই শুভেচ্ছা জানালো।’

এদিকে জানা যায়, জরুরি কাজে বর সতরাজিৎ দত্ত জাপানে গেছেন। এ বিষয়ে অপর্ণা বলেন, ‘গত ২৫ ডিসেম্বর ও জাপান চলে গেছে। শুনেছি, বিয়ে করলে নাকি সময় ভালো কাটে। তার প্রমাণ পেলাম। ওর সঙ্গে থাকা দিনগুলো এখন খুব মিস করি। ওকে খুব মিস করছি। তবে কিছু করার নেই। ওর ওখানে কাজ আছে। তাই ওকে যেতে হয়েছে।’

আগামী বছর মে মাসে সতরাজিৎ ঢাকায় ফিরবেন। তখন দেশের বাইরে মধুচন্দ্রিমা নিয়ে ভাববেন এই অভিনেত্রী।

এদিকে, অপর্ণা বর্তমানে অনুদানের ছবি ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র কাজ করছেন। শিগগিরই শেষ লটের শুটিং শুরু হবে। এর জন্যই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও জানুয়ারির ১৫ তারিখ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণার ‘মেঘমল্লার’র প্রদর্শিত হবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিয়ে করেন অপর্ণা ও সতরাজিৎ। বিবাহ-পূর্ব আয়োজনের জন্য বিয়ের প্রায় ১৫ দিন আগে থেকে কাজ গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ
হাসপাতালে ৬০ দশকের নায়ক জাভেদ