X
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি: ইন্টারনেট থেকে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছেন প্রশংসিত নির্মাতা তানভীর মোকাম্মেল। নাম ‘মধুমতী পারের মানুষ: শেখ মুজিবুর রহমান’।
দীর্ঘ গবেষণা ও দেশ-বিদেশের ঐতিহাসিক ফুটেজসমূহ দিয়ে এটি তৈরি হচ্ছে। নির্মাতা জানান, ইতোমধ্যে নির্মাণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে একটি রাফকাট।
জানা যায়, প্রামাণ্যচিত্রটিতে উঠে আসবে বঙ্গবন্ধুর কৈশোর ও যুবক জীবনসহ রাজনীতির সকল বাঁক। এতে থাকছে বাল্য ও কৈশোর, যৌবনে কলকাতায় লেখাপড়া ও রাজনীতি, পাকিস্তান সৃষ্টি, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট, সুদীর্ঘ জেল জীবন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা, বঙ্গবন্ধুর পারিবারিক জীবন, ৬৪ সালের দাঙ্গাবিরোধী প্রচেষ্টা, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও ৬৯ সালের গণআন্দোলন।
বিশেষভাবে তুলে ধরা হয়েছে ১৯৭০ সালের নির্বাচন, ৭ মার্চের ভাষণ, পাকিস্তানে বন্দি জীবন, ১০ জানুয়ারি বীরের মতো স্বদেশে প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর ১৯৭২-৭৫ সাল পর্যন্ত শাসনকাল, বাকশাল গঠন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড।
আপাতত এর দৈর্ঘ্য ২ ঘণ্টা। তানভীর মোকাম্মেল জানিয়েছেন, আগামী সপ্তাহে তথ্য মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি রাফকাটটি দেখবেন।
এরপর সেটি চূড়ান্ত করে প্রদর্শনীর পরিকল্পনা করা হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
কোটি-ক্লাবে ঈদের যে দুই গান
কোটি-ক্লাবে ঈদের যে দুই গান
এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!
এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!
চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঞ্চে ‘শেষের কবিতা’
চৈত্র-সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঞ্চে ‘শেষের কবিতা’