X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

এবার অনলাইনে হচ্ছে ঢাকা ডকল্যাব

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১৫:০৩আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৭:৩৬

নাসির উদ্দীন ইউসুফ জন-সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম চলচ্চিত্রকে বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যাপক পরিচিতি দিতে এবং বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কলাকৌশল শেখাতে শুরু হয়েছিল ‘ঢাকা ডকল্যাব’।
বিগত তিন বছরের ধারাবাহিকতায় এবারও হচ্ছে এই আয়োজন। তবে করোনাকালের কারণে এবারের পুরোটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে।
আগামী ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ডকল্যাবের সাউথ এশিয়ান ও এশিয়া প্যাসিফিক প্রজেক্ট। আর ২৯-৩০ সেপ্টেম্বর এগুলোর চূড়ান্ত ফল জানানো হবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এর চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ।
তিনি বলেন, ‘এবারও দেশ বিদেশের নির্মাতারা অংশ নেবেন। করোনার এই সময়টির কথাটি মাথায় রেখে আয়োজনটি দাঁড় করানো হচ্ছে অনলাইনে।’
জানা যায়, এশিয়া প্যাসিফিক প্রজেক্ট নিউজিল্যান্ডের ডকএইজ ফেস্টিভালের সঙ্গে যৌথভাবে করা হবে এটি।
অনলাইনে আয়োজিত এ সেশনগুলোতে অংশ নেবেন বিভিন্ন দেশের নির্মাতারা। ঢাকা ডকল্যাবের গত তিনবারের অংশগ্রহণকারীরাও এবারের বিশেষ সেশনে অংশ নিতে পারবেন।
এবার উৎসবে পর্যবেক্ষক হিসেবে আছেন বাংলাদেশের আমিনা আখতার, শুভ্র শিমির রাই, রাহাত করিম, নিশাত জাহান নাফিসা, শিয়ান শাহরিয়ার ও ইশতিয়াক আহমেদ এবং পাকিস্তানের রাজি উদ্দীন, নিদা মাহবুব, আলী হায়দার ও হাবিব কুসিম্বী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
‘জংলি’র হল বেড়ে তিনগুণ!
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
অভিমানে অবসরে...
অভিমানে অবসরে...
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’
আড়াই বছর পর আবার ‘ব্যাচেলর পয়েন্ট’