X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন রিপোর্ট
২১ জুন ২০২০, ২৩:১১আপডেট : ২২ জুন ২০২০, ১৪:০৭

রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ১২ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।
তবে তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বন্যা নিজেই।

রবিবার (২১ জুন) রাতে তিনি বলেন, ‌‘‘১২ দিন আগে আমি পরীক্ষা করিয়েছিলাম। তখন ‘পজিটিভ’ এসেছিল। এখন শারীরিক অবস্থা খুব ভালো। দুইদিন পর আবারও টেস্ট করবো। আশা করি করোনা ‘নেগেটিভ’ আসবে।’’

৬৩ বছর বয়সী এ সংগীতশিল্পীর মামা জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামান। গত ১৪ মে তিনি মারা যাওয়ার পর বন্যা নিজেও সাবধানে ছিলেন। এরপর ১২ দিন আগে করোনার টেস্ট করান।
জানান, মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আবারও নমুনা দেবেন।

দুই বাংলার জনপ্রিয় এ শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারায় নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন।
সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
আজীবন সম্মাননা পেলেন ‘দ্য গডফাদার’ নির্মাতা
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!