X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৮:৩৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:২৯

রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ সিনেমার ঘোষণা দেন, তখন আরেকটি বড় কৌতুহল ছিল, কে হবেন নায়িকা। নাম এসেছে অনেকের, কিন্তু চূড়ান্ত নায়িকা কে হবেন, তা নিয়ে নির্মাতা মুখ খোলেননি এখন পর্যন্ত। যদিও এরইমধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে সিনেমার শুটিং!  

নির্মাতা নায়িকার নাম প্রকাশ্যে না আনলেও কানাঘুষা চলছিলো, শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার সাবিলা নূর। কিন্তু সেটা নিশ্চিত ছিল না কেউ।

এরইমধ্যে হঠাৎ করেই দেশের এক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের সঙ্গে থাকছেন ছোট পর্দার আরেক অভিনেত্রী নিদ্রা দে নেহা। তবে খবর প্রকাশের জেরেই এক দিনের শুটিং করার পরেও সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি। জানা যায়, গণমাধ্যমে নিদ্রার এই তথ্য দেওয়ার পক্ষে ছিলেন না নির্মাতা রাফি। এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে

তবে যা রটে তা তো কিছুটা বটেই। অবশেষে জানা গেল, রটা খবরই সত্যি খবর! অর্থাৎ ‘তাণ্ডব’-এ শাকিবের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।

এরইমধ্যে আবার শুটিংয়ে অংশ নিয়েছেন সাবিলা। রায়হান রাফি এ বিষয়ে এখনও মুখে তালা মেরে রাখলেও প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে।

বিষয়টি নিয়ে রাফি গণমাধ্যমকে বলেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’

তাছাড়া শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এখন। জানা গেছে, এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির, যেখানে অংশ নিয়েছেন শাকিব-সাবিল অংশ নিয়েছেন শাকিব-সাবিলা।

উল্লেখ্য, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’।

/সিবি/
সম্পর্কিত
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!
‘প্রিয় মালতী’র লন্ডন জয়!