X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৬:০২আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৬:০২

প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দিঘি এবং মামনুন ইমন। সেটিও আবার রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’র মতো ক্ল্যাসিক ছোটগল্পে নির্মিত সিনেমায়।

সিনেমার নাম গল্পের নামেই থাকছে অর্থাৎ ‘দেনাপাওনা’। সিনেমাটি নির্মিত হবে সরকারি অনুদানে। এটি নির্মাণ করবেন সাদেক সিদ্দিকী।

দীঘি যে এই সিনেমায় অভিনয় করবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল সিনেমাটিতে দীঘির বিপরীতে যুক্ত হচ্ছেন ইমন।

খবরটি নিশ্চিত করে ইমন গণমাধ্যমকে বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহুল পঠিত। তাই চ্যালেঞ্জটা আরও বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন। তাই সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করবো, পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’

‘দেনাপাওনা’ সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে। যিনি জমিদার পরিবারের সন্তান। অন্যদিকে, দীঘি অভিনয় করবেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার কাহিনি।

বলা দরকার, ‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি চাহড়াও এতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
আদর-দীঘিকে নিয়ে রক্তাক্ত এক ‘টগর’
অন্তর্জালে পরী, প্রেক্ষাগৃহে দীঘি
এ সপ্তাহের ছবি ও সিরিজঅন্তর্জালে পরী, প্রেক্ষাগৃহে দীঘি
দীঘির বিয়ের আনুষ্ঠানিকতায় আর কোনও বাধা নেই!
দীঘির বিয়ের আনুষ্ঠানিকতায় আর কোনও বাধা নেই!
বিনোদন বিভাগের সর্বশেষ
আবারও গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
আবারও গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’  
ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’  
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়ালাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
যে কারণে লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’