মারা গেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা রোহিত বাসফোর। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ভারতের আসামের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবরটি জনিয়েছে হিন্দুস্তান টাইমস।
জানা যায়, রোহিত আসমের বাসিন্দা। মাস কয়েক আগে নিজের শহরে ফিরেছিলেন। বিভিন্ন স্থানীয় নিউজ পোর্টালের প্রতিবেদনে বলা হয়েছে যে, অভিনেতা রবিবার বিকেলে একদল বন্ধুদের সঙ্গে বের হয়েছিলেন।
ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে জানিয়ে যান তিনি ঘুরতে যাচ্ছেন। এরপর একটা সময় আর অভিনেতার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে যে, এক বন্ধু দুর্ঘটনার কথা অভিনেতার পরিবারকে জানান। রোহিতকে দুর্ঘটনার কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মাথা, মুখ এবং অন্যান্য অংশে ক্ষত-সহ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। তাকে মেরে ফেরার হুমকিও দেওয়া হয়। তার পরিবারের দাবি অভিনেতা খুন হয়েছেন।