X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  

বিনোদন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:০১

বিক্রান্ত ম্যাসি বলিউডের গুণী অভিনেতাদের মধ্যে একজন। শেষ কয়েকটি সিনেমায় অভিনেতার অনবদ্য অভিনয় তার ক্যারিয়ারকে আরও সুদৃঢ় করে তুলেছে। বিশেষকরে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য সাবরমতি রিপোর্ট’-এ সাংবাদিক চরিত্রে ম্যাসি দর্শকদের মুগ্ধ করেছেন।

আবারও এই অভিনেতা চমক নিয়ে আসছেন। খুব শিগগিরই ‘হোয়াইট-এ ভারতীয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। আরও জানা গেছে যে, সিদ্ধার্থ আনন্দ এবং মহাবীর জৈন, শ্রী শ্রী রবি শঙ্করের জীবনকে পর্দায় জীবন্ত করে তুলতে এক হচ্ছেন।

জানা গেছে, এরইমধ্যে সিনেমার প্রি-প্রোডাকশন বেশ এগিয়ে চলেছে। জুলাই মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শ্রী শ্রী রবি শঙ্করের চরিত্রে অভিনয় করবেন বিক্রান্ত ম্যাসি বর্তমানে কলম্বিয়ায় সিনেমাটির  প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে এবং নির্মাতারা শ্রী শ্রী রবি শঙ্করের জীবনের সত্য ঘটনা চিত্রিত করার জন্য লস অ্যাঞ্জেলেসের আন্তর্জাতিক অভিনেতা এবং কলাকুশলীদের যুক্ত করার পরিকল্পনা করছেন।

ইতিহাসের দীর্ঘতম চলমান সংঘাতগুলির একটি সমাধানে প্রাচীন ভারতীয় জ্ঞান কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা তুলে ধরার চেষ্টা করবেন সিদ্ধার্থ আনন্দ এবং মহাবীর জৈন। বিক্রান্ত ম্যাসি সূত্র বলছে, ‘হোয়াইট’ সিনেমার চরিত্রের জন্য একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ম্যাসির এবং এরইমধ্যে তিনি এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। তিনি শ্রী শ্রী রবি শঙ্করের সাথেও দেখা করেছেন এবং তার শারীরিক ভাষা আত্মস্থ করছেন।

বলা প্রয়োজন, বিশ্বব্যাপী সিনেমাপ্রেমী দর্শকদের লক্ষ্য করে সিনেমাটি হিন্দি, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় নির্মিত হবে। এছাড়াও এটিকে আরও কয়েকটি আন্তর্জাতিক ভাষায় ডাব করার পরিকল্পনা চলছে।

সূত্র: এনডি টিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
বোর্ড বলছে সব বয়সী দর্শকের সিনেমা ‘নীলচক্র’
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
অভিনয়-প্রতিভা খোঁজার ফাইনালে ৮ প্রতিযোগী   
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!    
এবার আধ্যাত্মিক গুরুর চরিত্রে বিক্রান্ত ম্যাসি!  
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য