কপিরাইট লঙ্ঘনের মামলায় বিখ্যাত সংগীত পরিচালক এ আর রাহমান এবং তার প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২০২৩ সালে মুক্তি পাওয়া মণিরত্নমের সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে মামলার সূত্রপাত। এ আর রাহমানের সুর করা গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়।
ভারতীয় ধ্রুপদী কণ্ঠশিল্পী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফাইয়াজ ওয়াসিফউদ্দিন ডাগর ২০২৩ সালে মামলাটি দায়ের করেন।
ডাগর তখন অভিযোগ করেছিলেন যে, ‘বীরা রাজা বীরা’ তার বাবা নাসির ফৈয়াজউদ্দিন ডাগর এবং কাকা জহিরউদ্দিন ডাগরের রচনা ‘শিবা স্তুতি’র সুর থেকে নেওয়া।
তিনি গানটির ব্যবহার বন্ধ করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। সেইসাথে ক্ষতিপূরণ দাবি করেন।
মামলার বিচারপতি প্রতিভা এম সিং পর্যবেক্ষণ করে মত দেন যে, ‘শিবা স্তুতি’ কেবল ‘বীর রাজা বীর’-কে অনুপ্রাণিত করেনি, বরং ছোটখাটো পরিবর্তন সত্ত্বেও এর সাথে ‘অভিন্ন’ ছিল।
তবে এ আর রাহমান এই অভিযোগ মানতে নারাজ। তিনি যুক্তি দেন যে, ‘শিবা স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের ধ্রুপদ ধারার মধ্যে অন্যতম যা জনসাধারণের কাছে একটি ঐতিহ্যবাহী রচনা। অন্যদিকে, ‘বীরা রাজা বীরা’ একটি মৌলিক কাজ। যেখানে ২২৭টি স্বতন্ত্র স্তরসহ পশ্চিমা সঙ্গীত উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা