X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী

বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৩:০২আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৯

সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই চোখ ধাঁধানো সেট, পোশাকে আভিজাত্য আর অভিনেতাদের সুনিপুণ অভিনয়। স্বভাবতই তার সিনেমার জন্য অপেক্ষা করেন থাকেন সিনেমাপ্রেমীরা।

সেই ধারাবাহিকতায়, ভক্তরা সঞ্জয় লীলা বানসালির মহাকাব্যিক রোমান্টিক সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে একসাথে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তবে তাদের জন্য কিছুটা হলেও দুঃসংবাদ। কারণ ২০২৬ সালের মার্চে এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমার বিশাল পরিসরের কথা চিন্তা করে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে।

বানসালি সিনেমাটির প্রাথমিক মুক্তি ২০২৫ সালের ক্রিসমাসের জন্য লক করেছিলেন যা পরে ২০২৬ সালের মার্চে গিয়ে মুক্তি পাবে বলে নির্ধারিত হয়।

তবে জানা গেছে, রণবীর কাপুর এবং ভিকি কৌশলের মধ্যে একটি বিশাল ব্যাপ্তির যুদ্ধের দৃশ্য তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতা। আর এ কারণেই সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আরও জানা যায়, ভিকি এবং রণবীরকে নিয়ে মহাকাব্যিক স্কেলের এই দৃশ্য ধারণের পর, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সিনেমার শুটিং শেষ করার লক্ষ্য নিয়েছে। এরপর পোস্ট-প্রোডাকশন শেষ করা এবং দুই মাস পরে মার্চ মাসে বড় পর্দায় নিয়ে আসা অসম্ভব হবে।

বলা প্রয়োজন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার গল্প সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ব্লকবাস্টার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের দ্বিতীয় সিনেমা এটি। অন্যদিকে, ২০০৭ সালে ‘সাওরিয়া’য় অভিষেকের পর এটি রণবীর কাপুরের সঙ্গে এই নির্মাতার দ্বিতীয় প্রকল্পও। ভিকি কৌশল প্রথমবারের মতো এই নির্মাতার সঙ্গে কাজ করছেন।

সূত্র: এনডি টিভি

/সিবি/
সম্পর্কিত
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
‘হাইওয়ে’ সিনেমায় কেন অভিনয় করতে চাননি আলিয়া?  
‘হাইওয়ে’ সিনেমায় কেন অভিনয় করতে চাননি আলিয়া?  
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
সিনেমা মুক্তির আগে মন্দিরে কী চাইলেন ভিকি-রাশমিকা?  
সিনেমা মুক্তির আগে মন্দিরে কী চাইলেন ভিকি-রাশমিকা?  
বিনোদন বিভাগের সর্বশেষ
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
তিন দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
‘ডন ৩’তে কৃতি শ্যানন!
অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
আজ থেকে মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
আজ থেকে মঞ্চে তাড়ুয়ার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’