প্রথম ভারতীয় হিসেবে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘চ্যানেল’র অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন অনন্যা পান্ডে।
বুধবার (১৬ এপ্রিল) ‘চ্যানেল’ বলিউড তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি ‘চ্যানেল’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিশীলিত রুচি, স্বাধীন পরিচয়ের একটি প্রজন্মকে বহন করছেন অনন্যা। তার মূল্যবোধ ‘চ্যানেল’র সঙ্গে একইভাবে অনুরণিত হয়, যা তাকে প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত করে তুলেছে।
প্যারিসে চ্যানেল স্প্রিং (সামার ২০২৫) শোতে চ্যানেল’র ক্রুজ কালেকশনের একটি পোশাক পরে অনন্যার উপস্থিতির পর থেকেই ধারনা করা হচ্ছিলো যে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার নিয়োগ হচ্ছে শিগগিরই। বলা দরকার, ‘চ্যানেল’ ছাড়াও অনন্যা অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে যুক্ত। তিনি ‘ল্যাকমে’, ‘বিটস’ এবং ‘টাইমেক্স’র মতো লেবেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।
সূত্র: হিন্দুস্তান টাইমস