X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সফলতায় ফিরতে মরিয়া সালমান খান!

বিনোদন ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১২:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০৮

বলা হয়ে থাকে, সালমান খানের একটা আলাদা এবং দৌর্দণ্ড প্রতাপ আছে বলউডে। তার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছেন অনেকে। এমনকি ক্যাটরিনা থেকে শুরু করে অনেক নায়িকার পথচলা মসৃন করেছেন বলেও শোনা যায়।

সেই সালমানের নিজের সময়টাই এখন মোটেও ভালো যাচ্ছে না। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ খুব একটা ভালো ব্যবসা করেনি। এমনকি অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন। এরইমাঝে অবশ্য তিনি ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল তৈরির তোরজোড় শুরু করেছেন। কিন্তু সালমান কি আবার পুরনো দাপটে ফিরতে পারবেন বলি ইন্ডাস্ট্রিতে? জিমে ঘাম ঝরাচ্ছেন সালমান খান এই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। তবে সালমান কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে।

অনেকদিন ধরেই সালমান নিজের শারীরিক গড়নের জন্য ট্রলড হচ্ছিলেন। ‘নিজের দিকে মনোযোগ দেন, নইলে আর কিছুই হবে না’-এমন কটাক্ষের তীর ছুটে এসেছে তার দিকে। তিনি হয়তো ভেবেইছিলেন এভাবেই তিনি আবারও দশর্কদের মন জয় করতে পারবেন। কিন্তু না, সেটা হয়নি একেবারেই।

তাই নিজেকে পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত করতেই হয়তো জিমে সময় দিচ্ছেন সাল্লু ভাই।

১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে জিম করার সময়ের দু’টি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। সেখানে লিখেছেন, ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’

কিন্তু কাকে ধন্যবাদ দিলেন সালমান? নিজেকে নাকি তার ভক্তদের? নাকি স্পেশাল কাওকে?

সেই উত্তর অবশ্য তিনিই জানেন। তবে তার ফিট হওয়ার প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে, কতোটা খাটছেন তিনি। সেইসাথে ফিরে আসতে যে বদ্ধ পরিকর, সেটাও স্পষ্ট। জিমে ঘাম ঝরাচ্ছেন সালমান খান  পোস্টে মন্তব্য করেছেন তার হাজার হাজার শুভাকাঙ্খী, ভক্ত-অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘আবারও নতুনভাবে ফিরে আসুন বস। কেউ লিখেছেন, আপনার শত্রুদের দেখিয়ে দিন।’

কেউ আবার লিখেছেন, ‘আপনাকে আবারও আগের মতো দেখতে চাই।’

একজন লিখেছেন, ‘আপনাকে আবারও বলিউড শাসন করা দেখতে চাই।’

এরা সবাই যে সালমানের নতুন প্রত্যাবর্তনের জন্য তুমুলভাবে মুখিয়ে আছেন, সেটা মন্তব্য দেখলেই বোঝা যায়। ‘সিকান্দার’ সিনেমায় সালমান ও রাশমিকা বলা দরকার, সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’-এ তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা।

সূত্র: এনডি টিভি    

/সিবি/
সম্পর্কিত
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘বজরঙ্গি ভাইজান ২’-এর প্রস্তুতি চলছে?  
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
দুই দিনে কতো আয় করলো ‘সিকান্দার’?
২৫ বছর পর তারা আবার একসঙ্গে…
২৫ বছর পর তারা আবার একসঙ্গে…
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী
শিল্পকলায় ‘খনা’র ৯২তম প্রদর্শনী
নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ
নববর্ষে বাচসাস’র স্বপ্নপূরণ
মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!
মহাকাশ ঘুরে এলেন কেটি পেরি!
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?
কেমন কাটছে জয়ার এবারের নববর্ষ?