X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ, নির্মাতা সেই সিদ্ধার্থ আনন্দ

বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬

‘পাঠান’ সিনেমা দিয়ে ২০২৩ সালে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিলো শাহরুখ  খানের। আবারও প্রমাণ করেছিলেন, তিনি সত্যিকার অর্থেই ‘বলিউড কিং’। এবার পর্দায় ‘কিং’ হয়ে আসছেন শাহরুখ।    

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমা দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন বাদশাহ। এবার সেই ‘পাঠান’ পরিচালকের সঙ্গেই ফিরছেন শাহরুখ। হ্যাঁ, শাহরুখ নিজে জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা ‘কিং’ পরিচালনা করবেন সিদ্ধার্ধ। শাহরুখ খান দুবাইয়ের একটি ইভেন্টে সম্প্রতি শাহরুখ এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মাত্রই এর শুটিং শুরু করেছি। কয়েক মাস ধরে শুটিং করবো। আমার  পরিচালক  সিদ্ধার্থ আনন্দ কাজের ব্যাপারে খুবই সচেতন। তিনি পাঠানও তৈরি করেছিলেন।’

এরপর তিনি বলেন, ‘সিদ্ধার্ধ আমাকে সিনেমা নিয়ে কথা বলতে নিষেধ করেছেন। তাই বেশিকিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, সিনেমাটি খুবই উপভোগ্য হবে এবং সবাইকে আনন্দ দেবে।’ শাহরুখ খান সিনেমার নাম কেন পাঠান, এই প্রশ্নে খান সাহেব বলেন, ‘শাহরুখ খানকে যদি ‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’ হিসেবে ডাকা যায় তাহলে তাকে কেন ‘কিং’ ডাকা যাবেন না! আসলে বলা যায়, এটি লোক দেখানো। কিন্তু এটাও ঠিক, আমরা এখন দুবাইতে আছি আর মানুষ বুঝতে পারবে যে, কিং সবসমই কিং।’

শাহরুখ বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে যাচ্ছি। আমার মনে হয় সিদ্ধার্থ আনন্দের সাথে পুরো দল খুব কঠোর পরিশ্রম করবে এবং ইনশাআল্লাহ আমরা সকলের জন্য একটি দুর্দান্ত সিনেমা তৈরি কর্বো যা সকলকে বিনোদন দেবে।’ শাহরুখ খান বলা প্রয়োজন, আগে শোনা গিয়েছিল ‘কিং’ সিনেমার চিত্রনাট্যকার সুজয় ঘোষ নিজে এটি পরিচালনা করবেন।  

কিন্তু পরে খবর আসে, সিদ্ধার্থ আনন্দ এটি পরিচালনা করবেন। শাহরুখ খান উল্লেখ্য, এই সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। সাথে আছনে অভিষেক বচ্চন। তবে সিনেমার মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।

সূত্র: এনডি টিভি 

/সিবি/
সম্পর্কিত
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়