X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মাছির আশায় মুখে মধু মেখেছিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৯

সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়। এমনকি শাহরুখ তার ক্যারিয়ারের সেরা অভিনয় করেছিলেন এই সিনেমায়, এটাও অনেক বলেন। এখানে তিনি দেবদাস চরিত্রে অভিনয় করেন।   

সিনেমার একদম শেষে শাহরুখ যখন মারা যান, সেই দৃশ্য আজও সিনেমাপ্রেমীদের চোখে জল আনে। মৃত শাহরুখের মুখে মাছি ভনভন করছে এমন দৃশ্য তখন বেশ সাড়া ফেলেছিলো। কিন্তু আপনি কি জানেন, এই দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখ মুখে মধু মেখে নেন, যাতে মাছি বসে! ‘দেবদাস’ সিনেমায় শাহরুখ খান হ্যাঁ, এমনটাই করেছিলেন বলিউড বাদশা। সম্প্রতি এই সত্য সামনে এনেছেন ‘দেবদাস’ সিনেমার সহপরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।     

বিক্রমাদিত্য মোতওয়ানে একজন প্রশংসিত পরিচালক, যার যাত্রা শুরু হয়েছিলো ‘দেবদাস’ ও ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে। তার অভিজ্ঞতার কথা স্মরণ করে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমার একটি ঘটনা শেয়ার করেছেন। সেখানে তিনি শাহরুখ খানের অভিনয়ের প্রতি যে নিষ্ঠা, তার প্রশংসা করেন।

বিক্রমাদিত্য মোতওয়ানে দ্য লল্লান্টপকে বলেন, “আমি আপনাকে শাহরুখকে নিয়ে একটি ঘটনা বলবো। আমরা দেবদাসের ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম যেখানে শাহরুখের চরিত্রটি মারা যায় এবং ঐশ্বরিয়া তার কাছে দৌঁড়ে আসে। শাহরুখ একটি গাছের নীচে শুয়ে ছিলেন। হঠাৎ, তিনি একজন সহকারীকে জিজ্ঞাসা  করলেন, ‘তোমরা কি আমাকে একটু মধু এনে দিতে পারো?’ আমরা কেউ বুঝতে পারিনি বিষয়টি। তবুও তাকে মধু এনে দেওয়া হয়। সে তখন  কিছু মধু নিয়ে তার মুখে লাগিয়ে নিলেন।” ‘দেবদাস’ সিনেমায় ঐশ্বরিয়া রায় ও শাহরুখ খান তিনি আরও বলেন, ‘তিনি এটা করেছিলেন যাতে তার মুখে মাছি বসে থাকে। ঠিক যেমন একজন মৃত ব্যক্তির মুখে মাছি বসে থাকে। এটি একদম শাহরুখের আবিষ্কার ছিলো।’

নির্মাতা বলেন, ‘শাহরুখ সবসময় কীভাবে দৃশ্যটি আরও ভালো করা যায়, তার জন্য চেষ্টা করেন।’ ‘দেবদাস’ সিনেমায় শাহরুখ খান উল্লেখ্য, বিক্রমাদিত্য মোতওয়ানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়ছে। 

সূত্র: এনডি টিভি

 

 

/সিবি/
সম্পর্কিত
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
আবার একসঙ্গে শাহরুখ-সালমান?
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
সালমান কি তার ‘গৌরী’কে খুঁজে পাবেন
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জসিম আহমেদের উদ্যোগে বাংলায় কোরিয়ান সুপারহিট সিরিজ
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
ইতিহাস সৃষ্টির পথে শাহরুখ!
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
‘আলী’র কানের দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়