কল্পনা করুন তো, নোরা ফাতেহি ট্রেনে আপনার পাশের সিটে বসে কোথায়ও বেড়াতে যাচ্ছেন! ভাবছেন হয়তো, ধুর, নোরা ফাতেহির মত কেউ একজন কেন ট্রেনে চড়ে কোথায়ও বেড়াতে যাবেন! তাই হয় নাকি!
হ্যা হয়, এটা গল্প নয়, একদম সত্যি। আসলে, ট্রেনে চড়ে ভারতের মহারাষ্ট্রের রত্নাগিরিতে নিজের দলের একজন সদস্যের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গেছেন নোরা। বিমানে যেতে পারতেন কিন্তু ট্রেনে ভ্রমণ করার সুযোগ মিস করতে চাননি নোরা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন নোরা ফাতেহি। স্টেশনে পৌঁছানো থেকে শুরু করে বিয়েতে বরের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে। সম্পূর্ণ কালো রঙের পোশাকে আবৃত নোরা অন্যদের চোখ এড়াতে মাস্ক পরেছিলেন।
স্টেশনের ভিডিও শেয়ার করে নোরা ফাতেহি লিখেছেন, ‘রত্নাগিরিতে অনুপ সার্ভে’র বিয়ের হলুদ অনুষ্ঠানের জন্য এখানে আমার ছোট্ট ভ্লগ। অনুষ্ঠানে যোগ দিতে আমরা ট্রেনে উঠবো। এটা খুব সুন্দর একটি অভিজ্ঞতা। বিয়ের ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন।’ এরপর নোরা হলুদের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন। হলুদ রঙা শাড়িতে ঝলমলে নোরা হলুদের অনুষ্ঠান মাতিয়েছেন।
এখন আপনাদের কৌতুহল হতেই পারে, কে এই অনুপ সার্ভে? আট বছর ধরে তার সঙ্গে কাজ করছেন নোরা ফাতেহি। অনুপ একাধারে একজন পরিচালক, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার।
অনুপ সার্ভের সাথে নোরার সম্পর্ক কী এবং কেমন- এ বিষয়ে বলতে গিয়ে ভিডিওতে নোরা লিখেছেন, ‘যারা জানেন না তাদের জন্য বলা, অনুপ আমার জীবনে এবং দলে ৮ বছর ধরে আছেন। তিনি ২০১৭ সাল থেকে আমার ছবি তোলেন। তার রয়েছে সুন্দর হৃদয় এবং সেখানে তিনি আমাকে জায়গা দিয়েছেন।’ নোরা অনুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লিখেছেন, ‘আপনার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। শুভ বিবাহের শুভেচ্ছা আপনাকে। আমরা আপনাকে ভালোবাসি।’
অনুপ সার্ভেও তার বিয়ের দিনের কিছু ছবিও শেয়ার করে নোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, আদিত্য দত্ত পরিচালিত ‘ক্র্যাক’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে নোরা ফাতেহিকে। এখানে তার সহশিল্পী ছিলেন অর্জুন রামপাল।
সূত্র: এনডিটিভি