X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মোদিতে মুগ্ধ কারিনা: ‘তিনি আসলেই বিশ্বনেতা’

বিনোদন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১৭:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৭

বলিউড ইন্ডাস্ট্রি আর কাপুর পরিবার যেন একে অপরের হাত ধরে এগিয়ে চলছে অনন্ত উজ্জ্বলতার পথে। ইন্ডাস্ট্রিতে এই পরিবারের বড় প্রভাব রয়েছে। থাকবে না কেন? কাপুর পরিবার থেকেই উঠে এসেছে বাঘা বাঘা নির্মাতা আর অভিনেতা। বিশেষ করে রাজ কাপুর, কাপুর পরিবারের অন্যতম এক উজ্জ্বল ব্যক্তিত্ব। যাকে বলিউডের পথপ্রদর্শকও বলা হয়।

১৪ ডিসেম্বর এই বলিউড লিজেন্ডের জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে দিল্লিতে আয়োজন করা হচ্ছে রাজ কাপুরের ১০টি সিনেমা নিয়ে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। এই জন্মবার্ষিকী উদযাপনে আমন্ত্রণ জানানোর জন্য ১০ ডিসেম্বর (মঙ্গলবার) কাপুর পরিবারের পক্ষ থেকে কারিশমা, কারিনা, রণবীর, নীতু, সাইফ আলী খান ও আলিয়া ভাটরা দিল্লি গিয়ে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। মোদিতে মুগ্ধ কারিনা: ‘তিনি আসলেই বিশ্বনেতা’ প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে কাপুর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়েছেন। যেখানে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কারিনা কাপুরও। ভিডিওতে মোদিতে মুগ্ধ কারিনা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসা এবং তার সঙ্গে কথা বলা ছিল আমার স্বপ্ন। তিনি খুবই ইতিবাচক মানুষ। তিনি আসলেই বিশ্বনেতা।’

কারিনা আরও বলেন, ‘এ বছর দাদাজির (রাজ কাপুর) শততম জন্মবার্ষিকী উদযাপন করছি আমরা। প্রধানমন্ত্রীসহ আমাদের পুরো পরিবার একসঙ্গে তার জন্মদিন পালন করতে পারবো, যা খুবই আনন্দের হবে।’ মোদিতে মুগ্ধ কারিনা: ‘তিনি আসলেই বিশ্বনেতা’ প্রধানমন্ত্রীর কাছ থেকে ছেলে তৈমুর ও জেহের জন্য অটোগ্রাফও নিয়ে এসেছেন কারিনা। সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি পোস্ট করে কারিনা লিখেছেন, ‘মোদিজিকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর দুপুরটার জন্য। তার উষ্ণ অভ্যর্থনা, আমাদের প্রতি তার মনোযোগ, এই আয়োজনে সহযোগিতা- সব কিছুর জন্য আমরা আপ্লুত। দাদাজির (রাজ কাপুর) চিন্তাভাবনা, ভারতীয় সিনেমায় তার অবদান, তার ঐতিহ্য আমাদের অনুপ্রাণিত করছে প্রজন্মের পর প্রজন্ম। ভবিষ্যতেও করবে। তার সিনেমাগুলো নিয়ে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে, আমরা গর্বিত।’ মোদিতে মুগ্ধ কারিনা: ‘তিনি আসলেই বিশ্বনেতা’ উল্লেখ্য, রাজ কাপুরকে নিয়ে আয়োজিত চলচ্চিত্র উৎসবটি শুরু হবে ১৩ ডিসেম্বর। শেষ হবে ১৫ ডিসেম্বর। উৎসবে তার ১০টি সিনেমা দেখানো হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/সিবি/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাণিজ্য চুক্তির প্রাথমিক ধাপের জন্য প্রস্তুত ভারত ও যুক্তরাষ্ট্র
বাণিজ্য চুক্তির প্রাথমিক ধাপের জন্য প্রস্তুত ভারত ও যুক্তরাষ্ট্র
বিজয় দিবসে মোদিকে আমন্ত্রণ জানালো রাশিয়া
বিজয় দিবসে মোদিকে আমন্ত্রণ জানালো রাশিয়া
ইউনূস-মোদি বৈঠক নিয়ে কী বলছে সাউথ চায়না মর্নিং পোস্ট?
ইউনূস-মোদি বৈঠক নিয়ে কী বলছে সাউথ চায়না মর্নিং পোস্ট?
ইউনূস-মোদির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে
ইউনূস-মোদির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
বিয়ে ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন শাবানা!
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
ছোটবেলা থেকেই আমি সিয়ামের ফ্যান: নৈঋতা
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী
১৯ পদে লড়ছেন ৩৮ জন অভিনয়শিল্পী